বার্মিংহ্যাম, 6 অগস্ট: ইংল্যান্ডের বিরুদ্ধে থ্রিলার জয়ে ফাইনালে প্রবেশ করল ভারতের মহিলা ক্রিকেট দল ৷ শনিবাসরীয় হাইভোল্টেজ সেমিফাইনালে ব্রিটিশদের ঘরের মাঠে তাদেরকেই 4 রানে হারাল হরমনপ্রীত কর অ্যান্ড কোম্পানি (Indian women's team beat England to enter CWG 2022) ৷ শেষ চারে ভারতের জয়ের নায়ক স্মৃতি মন্ধনা এবং জেমিমা রডরিগেজ ৷ সবমিলিয়ে কমনওয়েলথ গেমসে আত্মপ্রকাশে নিদেনপক্ষে রুপো নিশ্চিত করল দেশের মহিলা ক্রিকেট দল ৷
টস জিতে এদিন বার্মিংহ্যামে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়িকা হরমনপ্রীত কর ৷ শেফালি বর্মা মাত্র 15 রানে ফিরলেও ওপেনিং জুটিতে ওঠা 76 রান সেমিতে ইংল্যান্ডকে চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা দেওয়ার ভিত গড়ে দেয় ৷ সৌজন্যে ওপেনিং ব্যাটার স্মৃতি মন্ধনার ঝোড়ো ব্যাটিং ৷ মাত্র 32 বলে 61 রানের ইনিংস আসে বাঁ-হাতি ওপেনারের ব্যাটে (Smriti Mandhana scores 61 runs from just 32 balls) ৷ এরপর অধিনায়িকা হরমনপ্রীত 20 রানে দ্রুত ফিরে গেলেও চতুর্থ উইকেটে দীপ্তি শর্মার সঙ্গে জুটিতে দলের রান দেড়শো পার করে দেন জেমিমা রডরিগেজ ৷ টতুর্থ উইকেটে যোগ হয় মূল্যবান 53 রান ৷