পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

WTC final : একসঙ্গে অনুশীলন শুরু করলেন বিরাট-রোহিতরা - বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি ভারত ও নিউজ়িল্যান্ড

বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল ইংল্যান্ড পৌঁছানোর পাঁচদিন পর একসঙ্গে অনুশীলনে নামল ৷ সাউদাম্পটনের অ্যাজেস বোল ক্রিকেট স্টেডিয়ামের পাশে একটি প্র্যাক্টিস গ্রাউন্ডে অনুশীলন শুরু করলেন বিরাট, রোহিতরা ৷

বিরাট, রোহিতরা
বিরাট, রোহিতরা

By

Published : Jun 10, 2021, 3:35 PM IST

সাউদাম্পটন, 10 জুন : আর হাতে মাত্র কয়েকদিন, শুরু হচ্ছে টেস্টে বিশ্বসেরা হওয়ার লড়াই ৷ সম্মুখ সমরে নিউজ়িল্যান্ড ও ভারত ৷ এবার তারই প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় ক্রিকেট দল ৷

বিরাট কোহলির (Virat Kohli) নেতৃত্বে ভারতীয় দল ইংল্যান্ড পৌঁছানোর পাঁচদিন পর একসঙ্গে অনুশীলনে নামল ৷ সাউদাম্পটনের অ্যাজেস বোল ক্রিকেট স্টেডিয়ামের পাশে একটি প্র্যাক্টিস গ্রাউন্ডে অনুশীলন শুরু করলেন বিরাট, রোহিতরা ৷

সামনের 18 জুন থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনাল ৷ তার আগে আজ প্রথম দলের সতীর্থদের সঙ্গে সবাই একসঙ্গে অনুশীলন করলেন ৷ যদিও ক্রিকেটারদের কোয়ারান্টিনের তৃতীয় দিনে প্রধান ক্রিকেট গ্রাউন্ডে ও জিমে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল ৷ যদিও যেতে হয়েছিল আলাদা আলাদা ৷

ট্রেনিং সেশনের একটি ছোট ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (Board of Cricket Control of India) ৷ সেখানে বিসিসিআই লেখে, ‘‘আমরা আমাদের প্রথম গ্রুপ ট্রেনিং শুরু করলাম ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য দলের ক্রিকেটাররা পুরোদমে অনুশীলন করেছে ৷’’

আরও পড়ুন : প্রয়াত এশিয়ান গেমসে সোনাজয়ী বক্সার ডিঙ্কো সিং

বিরাটের মেন ইন হোয়াইটস নেট সেশনেও শুরু করে আজ ৷ সেখানে অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, ঋষভ পন্থকে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করতে দেখা যায় ৷ অন্যদিকে নেটে দীর্ঘক্ষণ বোলিং অনুশীলন করেন ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরা, মহম্মদ শামিরা ৷

ABOUT THE AUTHOR

...view details