পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Indian Team Reached South Africa : 'বিরাট' সংঘাতের মাঝেই রেনবো নেশনে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে টিম ইন্ডিয়া - Indian team reached south africa

দলের অধিনায়ক বিরাট কোহলি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের মধ্যে যতই চাপা টেনশন থাকুক, মাঠে তার প্রতিফলন ঘটবে না বলেই আশা করছেন ক্রিকেটপ্রেমীরা (Team India lands in Johannesburg) ৷

Team India lands in Johannesburg
ভারতীয় দল

By

Published : Dec 17, 2021, 8:16 AM IST

জোহানেসবার্গ, 17 ডিসেম্বর : সীমিত ওভারের অধিনায়কত্ব নিয়ে বছর শেষে ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে ডামাডোল ৷ ওয়ানডে-র নেতৃত্ব থেকে তাঁকে সরানো নিয়ে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সমস্ত দাবি খণ্ডন করেছেন বিরাট কোহলি ৷ বলতে গেলে বোর্ড প্রেসিডেন্টের বিবৃতিকে কার্যত 'মিথ্যা' আখ্যা দিয়েছেন ৷ সৌরভও পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন ৷ বোর্ড-কোহলির এই সংঘাতের আবহেই বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা পৌঁছল টিম ইন্ডিয়া ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় পুরো দল জোহানেসবার্গে পা-রাখে (Team India lands in Johannesburg) ৷ আগামী 26 ডিসেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্কে সিরিজ়ের প্রথম টেস্ট খেলবে ভারতীয় দল ৷

দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে প্রায় বোমা ফাটিয়েছেন বিরাট কোহলি ৷ কোহলির দাবি ওডিআই'য়ের ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়ার আগে জানানো তো হয়নি, এমন কী টি-20 অধিনায়কত্ব ছাড়ার সময়েও তাঁকে থাকতে বলা হয়নি বোর্ডের তরফ থেকে ৷ বিস্ফোরক মন্তব্যের পর যদিও দক্ষিণ আফ্রিকায় ওয়ান-ডে সিরিজ খেলবেন বলে জানিয়ে দেন টেস্ট দলনায়ক ৷ কোহলির এই মন্তব্যে সংঘাতের বিষয়টি প্রকাশ্যে চলে এসেছে ৷ বোর্ডের সঙ্গে তাঁর যোগাযোগের অভাব কতটা তাও স্পষ্ট ৷ গুরুত্বপূর্ণ প্রোটিয়া সফরের আগে বিসিসিআই-এর কাছে যা অবশ্যই অস্বস্তিদায়ক ৷

তবে ভেতরের পরিবেশ যাই হোক, রামধনুর দেশে লাল বলের ফরম্যাটে জয়ধ্বজা ওড়ানোর লক্ষ্য নিয়েই এবারের সফরে গিয়েছে ভারতীয় দল (Indian team reached south africa) ৷ অতীতে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ় জেতার সৌভাগ্য হয়নি ভারতের ৷ 2018 সালে শেষবার দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ় খেলেছিলেন বিরাট কোহলিরা ৷ সেবার তিন ম্যাচের টেস্টের প্রথম দুটিতে হারের মুখ দেখতে হয়েছিল ভারতীয় দলকে ৷ এবার বক্সিং ডে টেস্ট দিয়ে শুরু হচ্ছে সিরিজ় ৷

আরও পড়ুন : Sourav on Kohli Issue : বিরাট বিতর্কে মুখ খুললেন সৌরভ

কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক বিরাট কোহলি, উভয়েই দক্ষিণ আফ্রিকায় সাফল্য দেখেছেন ৷ 2006 এবং 2018 সালে জোহানেসবার্গে টেস্ট ম্যাচে জয় পেয়েছিলেন কোচ এবং ক্যাপ্টেন ৷ তবে এবারের সিরিজ় আরও বেশি চ্যালেঞ্জিং হতে চলেছে ৷ ওমিক্রনের দাপটের কারণে করোনাবিধি পালনে অতিরিক্ত কড়াকড়ি রয়েছে ৷ সুপারস্পোর্টস পার্কে প্রস্তুতি শুরুর আগে 18 জন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের আপাতত কোয়ারান্টিনে থাকতে হবে ৷ ফলে সিরিজ় শুরুর আগে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না বিরাটরা ৷ এর পাশাপাশি রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজার মতো দুই অন্যতম সেরা খেলোয়াড়কে পাচ্ছে না দল ৷

তবে অধিনায়কের বিশ্বাস, 'সবচেয়ে কঠিন পরিস্থিতি'তে দলের সদস্যরা টিম 'আত্মবিশ্বাস' জোগাড় করে তিন ম্যাচের টেস্ট সিরিজ়ে হোম টিমকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে ৷ এবং বিদেশের মাটিতে টেস্ট সিরিজ়ে জয়ধ্বজা উড়িয়ে বছরটা শুরু হবে (indian team reached south africa in bid to win maiden Test series ) ৷

আরও পড়ুন : Ex-cricketers on Kohli-BCCI conflict : বোর্ডের সঙ্গে 'বিরাট' সংঘাত, কী বলছেন প্রাক্তনরা

ABOUT THE AUTHOR

...view details