পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মেয়েদের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া দায়িত্ব তাঁদের, মত হরমনপ্রীতের - ভারত বনাম ইংল্যান্ড টেস্ট ম্যাচ

Harmanpreet Kaur on Indian Women's Cricket: ভারতে মেয়েদের ক্রিকেটকে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তাঁদেরই ৷ এমনটাই মনে করেন ভারতীয় মহিলা দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর ৷ বৃহস্পতিবার থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচ খেলতে নামছেন ভারতের মেয়েরা ৷

Image Courtesy: BCCI Women X
Image Courtesy: BCCI Women X

By PTI

Published : Dec 13, 2023, 10:39 PM IST

নবি মুম্বই, 13 ডিসেম্বর: ন'বছর পর ফের ভারতের মাটিতে মেয়েদের টেস্ট ক্রিকেট আয়োজিত হচ্ছে ৷ বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে হরমনপ্রীত কৌরের ভারতীয় মহিলা দল একমাত্র টেস্ট ম্যাচ খেলতে নামবে ৷ যা নিয়ে হরমনপ্রীতের মত, তিনি চান আরও বেশি করে ভারতের মাটিতে মেয়েদের টেস্ট ক্রিকেট খেলা হোক ৷ আর টেস্ট ক্রিকেট খেলা শুধু তাঁর নয়, বর্তমান মহিলা দলের প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন ৷ তবে, খেলোয়াড় হিসেবে তাঁরা ভালো ক্রিকেট উপহার দিতে পারেন ৷ তাই আরও বেশি করে টেস্ট ক্রিকেট আয়োজনের বিষয়টি বোর্ড এবং আইসিসি'কে ভাবতে বলে জানান হরমনপ্রীত ৷

2014 সালের নভেম্বর মাসে মাইসোরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে শেষ টেস্ট ম্যাচ খেলেছিল ভারতীয় মহিলা দল ৷ তার 9 বছর পর আবারও ঘরের মাঠে টেস্ট ৷ যা নিয়ে হরমনপ্রীত বলেন, ‘‘ভারতে মেয়েদের ক্রিকেট যতদিন যাচ্ছে, তত উন্নত হচ্ছে ৷ আর অনেক মানুষ মেয়েদের ক্রিকেট দেখতে আসছে এখন ৷ সেটা সম্প্রতি শেষ হওয়া টি-20 সিরিজে দেখা গিয়েছে ৷’’ কৌর এও জানান, অন্যান্য দেশও ভারতে সিরিজ খেলতে চায় ৷ সেই কারণে ভারতে মেয়েদের ক্রিকেট খুব দ্রুত বদলও আসছে বলে মনে করেন তিনি ৷

তবে, সব ক্রিকেটারের মনে টেস্ট ক্রিকেট নিয়ে আলাদা জায়গা থাকে বলে জানান হরমনপ্রীত কৌর ৷ ভারতীয় মহিলা দলের প্রত্যেক ক্রিকেটার বেশি করে টেস্ট ক্রিকেট খেলতে চান ৷ কিন্তু, টেস্ট ম্যাচ আয়োজনের বিষয়টি বোর্ড এবং আইসিসি-কে ভাবতে বলে এ দিন মন্তব্য করেন ভারতীয় ক্যাপ্টেন ৷ বিশেষত, ভারতের ঘরের মাঠে ৷ 2021 সালের সেপ্টেম্বর মাসে ভারতীয় মহিলা দল শেষবার টেস্ট খেলেছিল ৷ 2 বছরের বেশি সময় পরে টেস্ট ক্রিকেটে ফিরছেন হরমনপ্রীতরা ৷

তবে, সেই দলের বহু ক্রিকেটার এখনকার দলে নেই ৷ তাঁদের মধ্যে অন্যতম দু’জন ছিলেন মিতালি রাজ এবং ঝুলন গোস্বামী ৷ কিন্তু, বর্তমান দলের সকল খেলোয়াড় টেস্ট ক্রিকেটের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বলে জানান হরমনপ্রীত ৷ প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ‘‘টি-20 সিরিজের পর মাঝে মাত্র 3 দিনের সময় পেয়েছেন তাঁরা ৷ তাই ব্যাপক কোনও বদল ভারতীয় দল করবে না ৷ আগ্রাসী ক্রিকেট খেলা হবে বোলিং এবং ফিল্ডিংয়ের ক্ষেত্রে ৷ তবে, ব্যাটিংয়ের সময় ক্রিকেটারদের মানসিকতার বদল করাটা জরুরি ৷’’ সেই মতো নেটে অনুশীলনও করেছেন তাঁরা ৷ হরমনপ্রীত এও জানান, তাঁরা প্রতিটি সেশন ধরে ধরে এগোবেন ম্যাচে ৷

আরও পড়ুন:

  1. টেস্ট ক্রিকেট যথেষ্ট খেলা হচ্ছে না মহিলা দলের, ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে আক্ষেপ স্মৃতির
  2. 'যতবার ভাবছি হতাশ লাগছে', বিশ্বকাপ হারের পর প্রথম ভিডিয়োবার্তায় বললেন রোহিত
  3. ব্যাটে-বলে প্রত্যাবর্তনে দুরন্ত দ্রে রাস, প্রথম টি-20 ম্যাচে চার উইকেটে জয় ক্যারিবিয়ানদের

ABOUT THE AUTHOR

...view details