মুম্বই, 5 জুলাই: দেওয়াল লিখনটা স্পষ্ট ছিল ৷ তাতে সিলমোহর দিয়ে অজিত আগরকরের বোর্ডের নির্বাচক কমিটির প্রধান হওয়ার ঘোষণাটা আনুষ্ঠানিকভাবে এসেছিল গতকাল অর্থাৎ, সোমবার ৷ আর দায়িত্বগ্রহণের সঙ্গে সঙ্গেই কাজ শুরু করে দিলেন মুম্বইকর ৷ নির্বাচক প্রধান হওয়ার 24 ঘণ্টার মধ্যেই আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ঘোষণা করল আসন্ন ক্যারিবিয়ান সফরের জন্য 14 সদস্যের টি-20 স্কোয়াড ৷ জাতীয় টি-20 স্কোয়াডে প্রথমবারের জন্য সুযোগ করে নিলেন যশস্বী জয়সওয়াল এবং তিলক বর্মা ৷ যশস্বী আগেই জায়গা করে নিয়েছিলেন টেস্ট স্কোয়াডে ৷
ব্যাট হাতে 2023 মরশুমে একাধিক ক্ষেত্রে নাইটদের 'সেভিয়ার' হয়ে দেখা দেওয়া রিঙ্কু সিং প্রবলভাবে চর্চায় ছিলেন দল ঘোষণার আগে ৷ নাইট ব্যাটারের সুযোগ কেবল সময়ের অপেক্ষা বলেই মনে করছিলেন বিশেষজ্ঞরা ৷ কিন্তু নির্বাচক কমিটি এখনই রিঙ্কুকে জাতীয় দলের ক্যাপ দিতে অনিচ্ছুক ৷ মঙ্গলবার ঘোষিত স্কোয়াডে ব্রাত্যই রয়ে গিয়েছেন উত্তরপ্রদেশের ক্রিকেটার ৷
তবে আইপিএলে দুরন্ত পারফর্ম করে প্রথমবার জাতীয় টি-20 স্কোয়াডে জায়গা করে নিলেন মুম্বইয়ের বাঁ-হাতি ব্যাটার তিলক বর্মা ৷ টেস্টের পর সংক্ষিপ্ত ফরম্যাটে সুযোগ করে নিলেন রাজস্থান রয়্য়ালস ব্যাটার যশস্বী জয়সওয়ালও ৷ সাম্প্রতিক অতীতে রোহিত শর্মা-বিরাট কোহলিদের ছাড়াই কুড়ি-বিশের সিরিজে প্রতিদ্বন্দ্বিতা করছে 'মেন ইন ব্লু' এবং দলকে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া ৷