হায়দরাবাদ, 25 জুলাই:আম্পায়ারের সিদ্ধান্তে না-খুশ হরমনপ্রীত কৌর এবার কড়া শাস্তির মুখে ৷ অশোভন আচরণ করায় ইতিমধ্যেই ভারত অধিনায়ককে 3 ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি ৷ এবার টানা দু'ম্যাচ ব্যান করা হতে পারে তাঁকে ৷ নির্বাসিত হলে এশিয়ান কাপের কাপের দু'টি ম্যাচে ক্যাপ্টেনকে ছাড়াই মাঠে নামতে হবে ‘উইমেন ইন ব্লু’কে ৷
বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজের শেষ ম্যাচে মাঠেই মেজাজ হারান হরমন ৷ সুইপ করতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন ভারতের অন্যতম ভরসা ৷ যদিও আম্পায়ারের সিদ্ধান্তে খুশি হতে পারেননি ৷ ব্যাটে ঘুষি মারেন, ভেঙে দেন উইকেটও ৷ আম্পায়ার তানভির আহমেদের সঙ্গে উত্তপ্ত বাক্য-বিনিময়েও জড়িয়ে পড়েন ৷ এখানেই শেষ নয়, ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশন চলাকালীনও আম্পায়ারিং নিয়ে ক্ষোভ উগরে দেন ৷ ম্যাচ ড্র হওয়ায় বাংলাদেশ অধিনায়ক সুলতানা জ্যোতিকেও কটাক্ষ করতে ছাড়েননি ৷ ফলত দল নিয়ে মাঠ থেকে বেরিয়ে যান জ্যোতি ৷
আরও পড়ুন: প্রথম টেস্ট উইকেটের পর 'বিরাট আলিঙ্গন' স্বর্গীয় অনুভূতি, জানালেন মুকেশ