পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Indian Premier League : আইপিএলে এবার থেকে আড়াই মাসের টুর্নামেন্ট, নিশ্চিত করলেন বিসিসিআই সচিব

আইপিএলের পরবর্তী ফিউচার ট্যুর প্রোগ্রামে আড়াই মাসের একটি উইন্ডো রাখা হচ্ছে আইপিএলের জন্য (Indian Premier League to be extended to two-and-a-half months in ICCs next FTP cycle) ৷ অর্থাৎ, কোটিপতি ক্রিকেট লিগের সময়সীমা আরও বেড়ে যাচ্ছে ৷

Indian Premier League
আইপিএলের এবার থেকে আড়াই মাসের টুর্নামেন্ট

By

Published : Jun 14, 2022, 10:51 PM IST

মুম্বই, 14 জুন : কোটিপতি ক্রিকেট লিগের মিডিয়া এবং ডিজিটাল সম্প্রচার স্বত্ব কার ঝুলিতে যাবে? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 সিরিজের পাশাপাশি দিনকয়েক ধরে এটাই আলোচ্য বিষয় ভারতীয় ক্রিকেটমহলে ৷ এরইমধ্যে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ নিয়ে নয়া তথ্য সামনে আনলেন বিসিসিআই সচিব জয় শাহ ৷ আইপিএলের পরবর্তী ফিউচার ট্যুর প্রোগ্রামে আড়াই মাসের একটি উইন্ডো রাখা হচ্ছে আইপিএলের জন্য (Indian Premier League to be extended to two-and-a-half months in ICCs next FTP cycle) ৷ অর্থাৎ, আরও বেড়ে যাচ্ছে কোটিপতি ক্রিকেট লিগের সময়সীমা ৷

সংবাদসংস্থা পিটিআই-কে জয় শাহ জানান, এবিষয়ে আইসিসি-র সঙ্গে বিসিসিআই-য়ের ইতিমধ্যেই কথা হয়ে গিয়েছে ৷ বোর্ড সচিবের কথায়, "আইসিসি-র পরবর্তী ফিউচার ট্যুর প্রোগ্রামে আইপিএলের জন্য সরকারিভাবে আড়াই মাসের একটি উইন্ডো রাখা হচ্ছে ৷ যাতে প্রথমসারির আন্তর্জাতিক ক্রিকেটাররা টুর্নামেন্টে অংশ নিতে পারেন ৷ তবে এবিষয়ে অন্যান্য দেশের ক্রিকেট বোর্ড এবং আইসিসি-র সঙ্গে আমাদের আরও সবিস্তারে আলোচনা প্রয়োজন ৷"

আরও পড়ুন : প্রায় 45 হাজার কোটিতে বিক্রি হল আইপিএল-এর টিভি ও ডিজিটাল স্বত্ব

একইসঙ্গে পরবর্তী মরশুম থেকে মেয়েদের আইপিএল নিয়েও যে বিসিসিআই য়ে বাড়তি মনোযোগী হবে, তাও জানিয়ে দিয়েছেন শাহ ৷ এদিকে গতবারের তুলনায় প্রায় তিনগুণ বেশি অর্থে দু'টি ভিন্ন সংস্থার হাতে গেল আইপিএলের টেলিভিশন এবং ডিজিটাল স্বত্ব ৷ টেলিভিশন স্বত্ব রইল স্টারের হাতেই ৷ তবে ডিজিটাল স্বত্ব গেল মুকেশ আম্বানির সংস্থা ভায়াকমের ঝুলিতে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details