মুম্বই, 14 জুন : কোটিপতি ক্রিকেট লিগের মিডিয়া এবং ডিজিটাল সম্প্রচার স্বত্ব কার ঝুলিতে যাবে? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 সিরিজের পাশাপাশি দিনকয়েক ধরে এটাই আলোচ্য বিষয় ভারতীয় ক্রিকেটমহলে ৷ এরইমধ্যে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ নিয়ে নয়া তথ্য সামনে আনলেন বিসিসিআই সচিব জয় শাহ ৷ আইপিএলের পরবর্তী ফিউচার ট্যুর প্রোগ্রামে আড়াই মাসের একটি উইন্ডো রাখা হচ্ছে আইপিএলের জন্য (Indian Premier League to be extended to two-and-a-half months in ICCs next FTP cycle) ৷ অর্থাৎ, আরও বেড়ে যাচ্ছে কোটিপতি ক্রিকেট লিগের সময়সীমা ৷
সংবাদসংস্থা পিটিআই-কে জয় শাহ জানান, এবিষয়ে আইসিসি-র সঙ্গে বিসিসিআই-য়ের ইতিমধ্যেই কথা হয়ে গিয়েছে ৷ বোর্ড সচিবের কথায়, "আইসিসি-র পরবর্তী ফিউচার ট্যুর প্রোগ্রামে আইপিএলের জন্য সরকারিভাবে আড়াই মাসের একটি উইন্ডো রাখা হচ্ছে ৷ যাতে প্রথমসারির আন্তর্জাতিক ক্রিকেটাররা টুর্নামেন্টে অংশ নিতে পারেন ৷ তবে এবিষয়ে অন্যান্য দেশের ক্রিকেট বোর্ড এবং আইসিসি-র সঙ্গে আমাদের আরও সবিস্তারে আলোচনা প্রয়োজন ৷"