মুম্বই, 4 নভেম্বর:দেশের মাটিতে চলছে ওডিআই বিশ্বকাপ ৷ নম্বর ওয়ান-এ টিম ইন্ডিয়া ৷ তারই মাঝে ফের ক্রিকেটের বিলিয়ন ডলার টুর্নামেন্টের নিলাম নিয়ে বড় খবর সামনে এসেছে ৷ গতকাল বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, আগামী 19 ডিসেম্বর আগামী আইপিএলের নিলাম বসবে দুবাইয়ে ৷ আইপিএল আয়োজক গর্ভনিং বডি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে 26 নভেম্বরের মধ্যে প্রতিটা ফ্র্যাঞ্চাইজিকে নিজেদের প্লেয়ারদের তালিকা তুলে দিতে হবে ৷
ওই তালিকায় জানানো হবে কোন দল কোন, কোন প্লেয়ারকে ধরে রাখতে চায় ৷ এর আগে ক্রিকেটার ছাড়ার সময়সীমা ছিল 15 নভেম্বর। তা 11 দিন বাড়ানো হয়েছে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির কাছে 100 কোটি টাকা থাকবে ক্রিকেটার কেনার জন্যে। আইপিএল 2023-র দল পিছু নিলামের বরাদ্দ থেকে 5 কোটি টাকা করে বেড়েছে এবার ৷ প্রতি তিন বছর অন্তর যে নিলাম আয়োজিত হয়, আগামী বছরই তাঁর মেয়াদ শেষ হচ্ছে। ফলে পরের বছর মেগা নিলাম আয়োজিত হবে। সেখানে সর্বোচ্চ তিন-চার জন ক্রিকেটার বাদে বাকি ক্রিকেটারদের ছেড়ে দিতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলিকে। তবে সেই নিলাম কোথায় হবে তা এখনও জানানো হয়নি।