উজ্জয়িনী, 23 জানুয়ারি:সিরিজ জেতা হয়ে গিয়েছে ৷ মঙ্গলবার ইন্দোরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচের আগে স্বভাবতই হালকা মেজাজে ভারতীয় দল ৷ কিউয়িদের ক্লিন স্যুইপ করার লক্ষ্যে নামার আগে তাই উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন ভারতীয় ক্রিকেটাররা (Indian cricketers visit Ujjain's Mahakaleshwar temple) ৷ ঈশ্বরের কাছে সতীর্থ ঋষভ পন্তের দ্রুত আরোগ্য কামনা করলেন সূর্যকুমার যাদবরা ৷
সূর্যকুমার (Suryakumar Yadav) ছাড়াও ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) এবং কুলদীপ যাদব (Kuldeep Yadav) সোমবার উজ্জয়িনী মহাকালেশ্বর দর্শনে যান এবং পুজো দেন ৷ পুজো দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হতে হয় ভারতীয় ক্রিকেটারদের ৷ সূর্যকুমার বলেন, "আমরা সকলেই ঋষভ পন্তের দ্রুত সুস্থতা কামনা করলাম ৷ ওর মাঠে ফেরাটা আমাদের কাছে ভীষণই গুরুত্বপূর্ণ ৷ ইতিমধ্যেই আমরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে নিয়েছি ৷ আপাতত সিরিজের শেষ ম্যাচের অপেক্ষায় ৷"
যদিও পায়ে অস্ত্রোপচারের পর এখন অনেকটাই সুস্থতার পথে জাতীয় দলের স্টাম্পার-ব্যাটার ৷ দিনকয়েক আগে এ ব্যাপারে নিজেই সোশাল মিডিয়ায় জানিয়েছেন পন্ত ৷ যদিও কবে বাইশ গজে কবে ফিরছেন তিনি, তা এখনই জোর দিয়ে বলা যাচ্ছে না ৷ চলতি বছর আইপিএল থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন পন্ত ৷