চেন্নাই, 10 অক্টোবর:বিশ্বকাপ শুরুর আগেই জানা যায় ডেঙ্গি আক্রান্ত শুভমন গিল। ভারতীয় দলের ওপেনার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে পারেননি। আগামিকাল আফগানিস্তানের বিরুদ্ধেও তিনি খেলতে পারবেন না ৷ এবার আগামী 14 অক্টোবর পাকস্তানের বিরুদ্ধেও তিনি খেলতে পারবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে ৷ তবে রয়েছে ভালো খবরও ৷ মঙ্গলবার সকালে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷
তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়নি। যদিও বোর্ডের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। এই পরিস্থিতিতে গিলকে বিমানে না-ওঠার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাই আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য দলের সঙ্গে দিল্লিতে যাননি গিল। বরং তাঁকে চেন্নাইয়ের হাসপাতালে ভরতি করা হয়েছিল, সেখান থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। খানিকটা হলেও উদ্বেগ রয়েছে, এমনও বলা হচ্ছে। আশা করা হচ্ছে, তাঁর বর্তমান প্লেটলেট কাউন্ট 1 লাখের কাছাকাছি। কিন্তু দুর্বলতা কাটতে সময় লাগবে।
উল্লেখ্য, সম্প্রতি শুভমন ওয়ান ডে ফর্ম্যাটে দারুণ ফর্মে রয়েছেন। 20টি ওয়ান-ডে খেলে 1230 রান করেছেন। যে কারণে বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে তাঁকে পেতে মরিয়া ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু ডেঙ্গির কারণে ঝুঁকিও নিতে চায় না। যা পরিস্থিতি তাতে পাকিস্তান ম্যাচ তো বটেই, বিশ্বকাপের আরও একটা ম্যাচে মাঠের বাইরে থাকতে হতে পারে পঞ্জাবের ওপেনারকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুভমন না-খেলায় রোহিত শর্মার সঙ্গে ওপেন করেছিলেন ঈশান কিষাণ। কিন্তু তিনি কোনও রান করতে পারেননি। আফগানিস্তান ম্যাচে আরও একটি সুযোগ পাবেন ঈশান। সেটা কাজে লাগিয়ে বাঁ-হাতি ওপেনার দলকে ভরসা দিতে পারেন কি না, সেই দিকে নজর থাকবে সমর্থকদের।
এদিকে গত ম্যাচে কেএল রাহুল যেমন মিডল অর্ডার সামলেছেন তেমনই পরবর্তী ম্যাচে সামলাবেন বলে আশা করা হচ্ছে ৷ তব অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টপ অর্ডারের ব্যর্থতার জন্য শুভমনের দলে ফেরাটা দরকারি তা মনে করছেন ক্রিকেটপ্রেমীরা ৷ এদিন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ এক মিডিয়া বিবৃতিতে বলেছেন, শুভমনকে মেডিক্য়াল টিম দ্বারা পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ সাদা বলের ফরম্যাটে দারুণ ছন্দে রয়েছেন গিল ৷ খুব তাড়াতাড়ি তরুণ ডানহাতি ব্যাটার সুস্থ হয়ে দলে ফিরবেন ৷
আরও পড়ুন:চেনা মাঠ টাইগারদের! টস জিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে বোলিংয়ের সিদ্ধান্ত শাকিবের