নয়াদিল্লি, 19 মে : বেদা কৃষ্ণমূর্তির পর করোনায় মাতৃবিয়োগ হল ভারতীয় মহিলা দলের আরও এক ক্রিকেটারের ৷ মৃত্য়ু হয়েছে মিতালি রাজের দলের ডান হাতি ব্যাটসম্যান প্রিয়া পুনিয়ার মায়ের ৷ সেই খবর জানিয়ে ইনস্টাগ্রামে মায়ের উদ্দেশে পোস্ট করেছেন প্রিয়া পুনিয়া ৷ মিতালি রাজ, ঝুলন গোস্বামীদের সতীর্থ লিখেছেন, "জীবনের কিছু সত্যি মেনে নেওয়া কঠিন ৷"
করোনার দ্বিতীয় ঢেউয়ের ব্যাপক প্রভাব পড়েছে ক্রীড়াজগতে ৷ দেশের একাধিক ক্রীড়া ব্যক্তিত্বের মৃত্যু হয়েছে ৷ বেশ কিছু পুরুষ ও মহিলা ক্রিকেটার প্রিয়জনদের হারিয়েছেন ৷ যার মধ্যে রয়েছেন পীয়ুষ চাওলা, আরপি সিং, বেদা কৃষ্ণমূর্তি ৷ বেদা কৃষ্ণমূর্তি মা ও বোন উভয়কেই হারিয়েছেন ৷ এবার বেদার জাতীয় দলের সতীর্থ প্রিয়া পুনিয়ার মা করোনায় গত হলেন ৷ রাজস্থানের বাসিন্দা প্রিয়ার মা সরোজ পুনিয়াকে জয়পুরের একটি হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিল ৷ প্রথমদিকে শারীরিক অবস্থা ভাল থাকলেও ধীরে ধীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকে ৷ এরপর ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয় ৷ কিন্তু শেষরক্ষা হয়নি ৷