গোরক্ষপুর, 28 নভেম্বর:রয়েছেন ভারতীয় স্কোয়াডে ৷ খেলছেন ভারত-অস্ট্রেলিয়া চলতি টি-20 সিরিজেও ৷ গত ম্যাচেও তাঁকে বল হাতে তিরুঅনন্তপুরমে আগুন ঝরাতে দেখা গিয়েছে ৷ এরই মাঝে ভারতীয় পেসারের বিয়ের খবরে অবাক নেটপাড়া ৷ উত্তরপ্রদেশের গোরক্ষপুর মঙ্গলবার বিবহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা বোলার ৷ তিনি কে ? জেনে নিন তাহলে...
অজিদের বিরুদ্ধে ম্যাচ চলাকালীনই বিয়ের পিঁড়িতে ভারতীয় ক্রিকেটার ! - ভারতীয় ক্রিকেটার
Indian cricketer Wedding: বিয়ের জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের একটি হোটেলে। এর আগে, সোমবার গোরক্ষপুরে তাঁর গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। আগামী 4 ডিসেম্বর তাঁর নিজ গ্রাম বিহারেরগোলাপকুঞ্জের কাকরকুণ্ডে নৈশভোজ হবে। কে তিনি ?
Published : Nov 28, 2023, 6:36 PM IST
|Updated : Nov 28, 2023, 7:33 PM IST
বিহারের গোপালগঞ্জের বাসিন্দা ভারতীয় ক্রিকেটার মুকেশ কুমার আজ বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন ৷ গোরক্ষপুরের একটি হোটেলে একই রাজ্যের চাপড়ার বাসিন্দা দিব্যা সিংয়ের সঙ্গে তিনি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ৷ এই সিরিজের প্রথম 2 ম্যাচে খেলতে দেখা গিয়েছে তারকা পেসার মুকেশ কুমারকে। কিন্তু অজিদের বিরুদ্ধে তৃতীয় টি-20'তে তাঁকে খেলতে দেখা যাবে না। কারণ, বিয়ের জন্য ছুটি নিয়েছেন মুকেশ কুমার।
- ক্রিকেটার মুকেশ-দিব্যার আজ গাঁটছড়া বাঁধবেন: ভারতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার মুকেশ কুমার চাপড়ার বানিয়াপুর বেরুই গ্রামের বাসিন্দা দিব্যার সঙ্গে আজ গাঁটছড়া বাঁধতে চলেছেন। ভারতীয় দলের অনেক ক্রিকেটার এবং সেলিব্রেটিরা তাঁদের বিয়েতে অতিথি হিসেবে অংশ নিতে গোরক্ষপুর পৌঁছে গিয়েছেন। ক্রিকেট মাঠে মুকেশের ভালো পারফরম্যান্স দেখে রবিচন্দ্রন অশ্বিন সম্প্রতি তাঁকে জুনিয়র মহম্মদ শামি বলে ডাকেন।
- হলদি অনুষ্ঠানে নাচলেন মুকেশ: ভারতীয় ক্রিকেট দলের মিডল-অর্ডার ফাস্ট বোলার মুকেশ তিরুবনন্তপুরমে দ্বিতীয় টি-20 ক্রিকেট খেলার পর গোরক্ষপুরে পৌঁছেছেন ৷ সেখানে তাঁর হলদি সেরেমনি সম্পন্ন হয়েছে। তাঁর গায়ে-হলুদের একটি ভিডিয়ো ইতিমধ্য়েই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ যাতে মুকেশকে ও তাঁর আত্মীয়, কিছু বন্ধুদের সঙ্গে নাচতে দেখা গিয়েছে। তাঁর দুলহন দিব্যা সিংকেও সঙ্গীত অনুষ্ঠানে নাচতে দেখা গিয়েছে।
- জানা গিয়েছে, চলতি বছর গত ফেব্রুয়ারি মাসেই গোপালগঞ্জের একটি হোটেলে দিব্যা সিংয়ের সঙ্গে বাগদান সারেন মুকেশ কুমার। দিব্যা সিং মুকেশের সবচেয়ে কাছের বন্ধু। এ দিন টসের সময় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার বলেছেন, "জীবনের সেরা ম্যাচে নামছে মুকেশ। এর জন্য ওঁকে শুভেচ্ছা।"
আরও পড়ুন: