কলকাতা, 19 সেপ্টেম্বর: বিশ্বকাপের আগে স্বস্তি বাড়িয়ে গার্হস্থ্য হিংসা মামলায় জামিন পেলেন জাতীয় দলের পেসার মহম্মদ শামি ৷ আলিপুর জেলা আদালতে এদিন 2 হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন স্পিডস্টার ৷ ক্রিকেটারের স্ত্রী হাসিন জাহানের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল সবপক্ষের বক্তব্য শুনে বিষয়টি দায়রা আদালতে নিষ্পত্তি করতে হবে ৷ সেই মোতাবেক জুলাই থেকে শুরু হওয়া মামলায় এদিন সশরীরে আলিপুর আদালতে হাজিরা দিয়েছিলেন বঙ্গপেসার ৷
হাসিন জাহানের আইনজীবী মৃগাঙ্ক মিস্ত্রি জানান, অ্যাপেক্স কোর্টের অর্ডার মেনে সশরীরে হাজিরা দিয়েছেন শামি এবং একটি বেল পিটিশন জমা করেছেন। মঙ্গবার দুপুর দু'টোর পর আলিপুর আদালতে শুরু হয় শুনানি ৷ শুনানি শেষে ক্রিকেটারের আইনজীবী জানান, শামি ব্যক্তিগত 2 হাজার টাকার বন্ডে জামিন পেয়েছেন ৷ মামলার পরবর্তী শুনানি আগামি 21 সেপ্টেম্বর ৷
চলতি বছর 23 মার্চ কলকাতা হাইকোর্টের তরফে মহম্মদ শামির বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশ প্রত্যাহারের আর্জি খারিজ করে দেওয়া হয়েছিল, সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যান হাসিন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল সবপক্ষের বক্তব্য শুনে বিষয়টি দায়রা আদালতে নিষ্পত্তি করতে হবে ৷ সেই নির্দেশ মেনেই চলছে মামলা ৷
আরও পড়ুন:ফিট না-হলে অক্ষরের বদলি হতে পারেন অশ্বিন, বিশ্বকাপের আগে ‘হাসপাতাল’ বাকি দলগুলিও
2014 সালে মডেল হাসিন জাহানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মহম্মদ শামি ৷ 2018 সালের মার্চ মাসে ভারতীয় ক্রিকেটার এবং তাঁর দাদার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের হয় ৷ 2019 সালে ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় ৷ এর আগে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারেও আসতে হয়েছিল ভারতীয় ক্রিকেটারকে। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের তদন্তকারী আধিকারিকদের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়েছিল ভারতীয় এই পেসারকে।