আগ্রা, 1 জুন : বুধবার বাগদত্তা জয়া ভরদ্বাজকে বিয়ে করতে চলেছেন ভারতীয় ক্রিকেটার দীপক চাহার (Deepak Chahar Wedding) ৷ আগ্রায় এই বিয়ের আয়োজন করা হয়েছে ৷ মঙ্গলবার ছিল দীপক-জয়ার সঙ্গীতের অনুষ্ঠান ৷ সঙ্গীতের অনুষ্ঠানের ছবি মঙ্গল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন দীপক চাহারের খুড়তুতো ভাই তথা ভারতীয় ক্রিকেটার রাহুল চাহার ৷ আজ বুধবার রাত 9টায় দীপক এবং জয়ার শুভ পরিণয় (Indian Cricketer Deepak Chahar Getting Married with Fiance Jaya Bhardwaj) ৷ যেখানে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সস্ত্রীক উপস্থিত থাকার কথা রয়েছে ৷
ভারতীয় মিডিয়াম পেসারের বিয়ে উপলক্ষে আগ্রার জেপি প্যালেস হোটেলের পুরোটাই ভাড়া নেওয়া হয়েছে ৷ জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠানে দীপক এবং জয়ার পরিবারের সদস্যরা ছাড়াও, দু’তরফের নিকট আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরাই উপস্থিত থাকবেন ৷