পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Deepak Chahar Wedding : স্টেডিয়ামের গ্যালারিতে প্রেম প্রস্তাব, আজ চারহাত এক হচ্ছে দীপক-জয়ার - জয়া ভরদ্বাজ

বাগদত্তা জয়া ভরদ্বাজকে বিয়ে করছেন ক্রিকেটার দীপক চাহার (Indian Cricketer Deepak Chahar Getting Married with Fiance Jaya Bhardwaj) ৷ আজ আগ্রায় নিকট আত্মীয় এবং বন্ধবান্ধবদের উপস্থিতিতে জেপি প্যালেস হোটেলে রাত 9টার লগ্নে বিয়ে করবেন তাঁরা ৷ দিল্লিতে রিসেপশনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷

Indian Cricketer Deepak Chahar Getting Married with Fiance Jaya Bhardwaj
Indian Cricketer Deepak Chahar Getting Married with Fiance Jaya Bhardwaj

By

Published : Jun 1, 2022, 12:15 PM IST

আগ্রা, 1 জুন : বুধবার বাগদত্তা জয়া ভরদ্বাজকে বিয়ে করতে চলেছেন ভারতীয় ক্রিকেটার দীপক চাহার (Deepak Chahar Wedding) ৷ আগ্রায় এই বিয়ের আয়োজন করা হয়েছে ৷ মঙ্গলবার ছিল দীপক-জয়ার সঙ্গীতের অনুষ্ঠান ৷ সঙ্গীতের অনুষ্ঠানের ছবি মঙ্গল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন দীপক চাহারের খুড়তুতো ভাই তথা ভারতীয় ক্রিকেটার রাহুল চাহার ৷ আজ বুধবার রাত 9টায় দীপক এবং জয়ার শুভ পরিণয় (Indian Cricketer Deepak Chahar Getting Married with Fiance Jaya Bhardwaj) ৷ যেখানে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সস্ত্রীক উপস্থিত থাকার কথা রয়েছে ৷

ভারতীয় মিডিয়াম পেসারের বিয়ে উপলক্ষে আগ্রার জেপি প্যালেস হোটেলের পুরোটাই ভাড়া নেওয়া হয়েছে ৷ জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠানে দীপক এবং জয়ার পরিবারের সদস্যরা ছাড়াও, দু’তরফের নিকট আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরাই উপস্থিত থাকবেন ৷

আরও পড়ুন : Deepak Chahar : গ্যালারিতেই বান্ধবীকে বিয়ের প্রস্তাব সিএসকে ক্রিকেটারের

জানা গিয়েছে, বুধবার সকাল 10টার সময় গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে ৷ আর সন্ধে 6টার সময় মেহেন্দির অনুষ্ঠান হবে ৷ তার পর রাত 9টায় বিয়ের আসল অনুষ্ঠান শুরু হবে ৷ দীপক চাহার এবং জয়া ভরদ্বাজের রিসেপশন সেরেমনি হবে দিল্লিতে ৷ আইটিসি মৌর্য হোটেলের কমল মহল ভাড়া করা হয়েছে রিসেপশনের জন্য ৷ প্রসঙ্গত, 2021 সালে দুবাইতে আইপিএল’র দ্বিতীয় পর্বে, পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচের শেষে স্টেডিয়ামের গ্যালারিতে প্রেমিকা জয়া ভরদ্বাজকে বিয়ের প্রস্তাব দেন দীপক চাহার ৷ সোশ্যাল মিডিয়ার সেই ভিডিয়ো ভাইরালও হয়েছিল ৷

ABOUT THE AUTHOR

...view details