পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: আটে আট করার লক্ষ্যে তিলোত্তমায় ‘মেন ইন ব্লু’, রোহিত-বিরাটদের দেখতে এয়ারপোর্টে জনজোয়ার - এয়ারপোর্টে জনজোয়ার

দুরন্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকাকে ‘বধ’ করে মানসিকভাবে এগিয়ে নক-আউটে যাওয়াই লক্ষ্য ‘মেন ইন ব্লু’র ৷ তার আগে শুক্রবার তিলোত্তমায় চলে এল টিম ইন্ডিয়া ৷ প্রিয় ক্রিকেটারদের দেখতে কলকাতা বিমানবন্দরে ভিড় উৎসুক জনতার ।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Nov 3, 2023, 6:13 PM IST

Updated : Nov 3, 2023, 7:27 PM IST

রোহিত-বিরাটদের দেখতে এয়ারপোর্টে জনজোয়ার

কলকাতা, 3 নভেম্বর:তিলোত্তমায় পা রাখল ‘রোহিত শর্মা অ্যান্ড কোং’ ৷ সাতে সাত করে এবার প্রোটিয়াদের সামনে টিম ইন্ডিয়া ৷ রবিবার ক্রিকেটের নন্দনকাননে মুখোমুখি হবে টেবিলের ফার্স্ট ও সেকেন্ড বয় ৷ এখনও পর্যন্ত এবারের বিশ্বকাপে অপরাজিত ভারতীয় ক্রিকেট দল । ইতিমধ্যেই রোহিতদের শেষ চার নিশ্চিত হয়ে গিয়েছে ৷ ফলে দুরন্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকাকে ‘বধ’ করে মানসিকভাবে এগিয়ে নক-আউটে যাওয়াই লক্ষ্য ‘মেন ইন ব্লু’র ৷ প্রিয় ক্রিকেটারদেরকে দেখতে কলকাতা বিমানবন্দরে ভিড় জমা উৎসুক জনতা ।

নেদারল্যান্ডসের কাছে হারলেও চলতি বিশ্বকাপে কার্যত অপ্রতিরোধ্য প্রোটিয়ারা ৷ ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই দুর্দান্ত খেলছেন কুইন্টন ডি’কক, অনরিখ ক্লাসেনরা ৷ প্রথমে ব্যাট করলে প্রতি ম্যাচেই সাড়ে তিনশো পেরিয়ে যাচ্ছে ‘বাভুমা অ্যান্ড কোং’ ৷ বল হাতে বিপক্ষকে আটকে দিচ্ছে অল্প রানে ৷ নেট রানরেটেও অনেক এগিয়ে প্রোটিয়া-বাহিনী ৷ যদিও শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে 302 রানের বিরাট ব্যবধানে হারিয়ে রানরেট বাড়িয়ে ফেলেছে ভারতীয় দলও ৷

বৃহস্পতিবার দুপুরেই শহরে এসেছে দক্ষিণ আফ্রিকা । নিউজিল্যান্ডকে হারিয়ে এবার ইডেনে ভারতীয় দলের চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত তাঁরা । ভারতীয় দলও মুম্বইয়ের ওয়াংখেড়েতে শ্রীলঙ্কাকে দুমড়ে দিয়ে কলকাতায় পা দিয়েছে । রবিবার দুই ক্রিকেটীয় শক্তির মহারণ ঘিরে তাতছে শহর । টিকিটের চাহিদা তুঙ্গে ।

অন্যদিকে 5 নভেম্বর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখতে 4 তারিখ শহরে চলে আসছেন বোর্ড সচিব জয় শাহ । রবিবার বিরাট কোহলির জন্মদিন । মেগাস্টার ব্যাটারের জন্মদিন পালনে সিএবি নানান পরিকল্পনা করলেও তা আইসিসির অনুমতি মেলেনি । কেক প্রস্তুত করা হচ্ছে । সেটি কোথায় কাটা হবে তা ঠিক হয়নি ৷

আরও পড়ুন: বিশ্বকাপের টিকিটের কালোবাজারির দায় সিএবি’র ঘাড়ে ঠেললেন মন্ত্রী মনোজ

Last Updated : Nov 3, 2023, 7:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details