কলকাতা, 3 নভেম্বর:তিলোত্তমায় পা রাখল ‘রোহিত শর্মা অ্যান্ড কোং’ ৷ সাতে সাত করে এবার প্রোটিয়াদের সামনে টিম ইন্ডিয়া ৷ রবিবার ক্রিকেটের নন্দনকাননে মুখোমুখি হবে টেবিলের ফার্স্ট ও সেকেন্ড বয় ৷ এখনও পর্যন্ত এবারের বিশ্বকাপে অপরাজিত ভারতীয় ক্রিকেট দল । ইতিমধ্যেই রোহিতদের শেষ চার নিশ্চিত হয়ে গিয়েছে ৷ ফলে দুরন্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকাকে ‘বধ’ করে মানসিকভাবে এগিয়ে নক-আউটে যাওয়াই লক্ষ্য ‘মেন ইন ব্লু’র ৷ প্রিয় ক্রিকেটারদেরকে দেখতে কলকাতা বিমানবন্দরে ভিড় জমা উৎসুক জনতা ।
নেদারল্যান্ডসের কাছে হারলেও চলতি বিশ্বকাপে কার্যত অপ্রতিরোধ্য প্রোটিয়ারা ৷ ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই দুর্দান্ত খেলছেন কুইন্টন ডি’কক, অনরিখ ক্লাসেনরা ৷ প্রথমে ব্যাট করলে প্রতি ম্যাচেই সাড়ে তিনশো পেরিয়ে যাচ্ছে ‘বাভুমা অ্যান্ড কোং’ ৷ বল হাতে বিপক্ষকে আটকে দিচ্ছে অল্প রানে ৷ নেট রানরেটেও অনেক এগিয়ে প্রোটিয়া-বাহিনী ৷ যদিও শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে 302 রানের বিরাট ব্যবধানে হারিয়ে রানরেট বাড়িয়ে ফেলেছে ভারতীয় দলও ৷