পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Best Wishes to Jhulan: ঝুলনকে তাঁর অবসরে আগামীর শুভেচ্ছা ভারতীয় ক্রিকেটের - সৌরভ গঙ্গোপাধ্যায়

ঝুলন গোস্বামীকে তাঁর অবসরে অভিনন্দন জানাল ভারতীয় ক্রিকেটমহল ৷ সেই সঙ্গে আগামী দিনের জন্য চাকদা এক্সপ্রেসকে শুভেচ্ছা জানিয়েছেন, সচিন, বিরাট, সৌরভ এবং মিতালিরীরা (Best Wishes to Jhulan Goswami for Retirement) ৷

Indian Cricket Fraternity Send Best Wishes to Jhulan Goswami for Retirement
Indian Cricket Fraternity Send Best Wishes to Jhulan Goswami for Retirement

By

Published : Sep 25, 2022, 1:48 PM IST

Updated : Sep 25, 2022, 7:30 PM IST

কলকাতা, 25 সেপ্টেম্বর: 20 বছরের লম্বা আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ইতি টানলেন ঝুলন গোস্বামী ৷ শনিবার লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক একদিনের ক্রিকেট খেলতে নেমেছিলেন ৷ যে ম্যাচ জিতে ঝুলনকে তাঁর বিদায়ী সিরিজ 0-3 ফলাফলে উপহার দিল ভারতীয় মহিলা ক্রিকেট দল ৷ আর ভারতীয় মহিলা ক্রিকেটকে দীর্ঘদিন ধরে সেবা করে আসা ঝুলনকে আগামীর শুভেচ্ছা জানাতে ভুলল না ভারতীয় ক্রিকেটমহল (Best Wishes to Jhulan Goswami for Retirement) ৷

এদিন ঝুলনকে শুভেচ্ছা জানিয়েছেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), বিরাট কোহলি, ভিভিএস লক্ষ্মণরা ৷ সম্প্রতি ক্রিকেট থেকে অবসর নেওয়া ঝুলনের সতীর্থ মিতালি রাজও চাকদা এক্সপ্রেসকে শুভেচ্ছা জানিয়েছেন ৷

এ দিন সচিন তাঁর টুইটে লিখেছেন, ‘‘ভারতীয় ক্রিকেটের জন্য তুমি যা করেছ তার জন্য তোমায় অসংখ্য ধন্যবাদ ৷ একটা অসাধারণ কেরিয়ারের জন্য তোমাকে অভিনন্দন ঝুলন ৷’’

বিরাট কোহলি (Virta Kohli) তাঁর টুইটে লেখেন, ‘‘ভারতীয় ক্রিকেটের একজন মহান সেবক ৷ একটি অসাধারণ কেরিয়ারের জন্য তোমাকে অভিনন্দন ৷ খেলাটাকে গ্রহণ করার জন্য অনেক মহিলার কাছে তুমি অনুপ্রেরণা হয়ে উঠেছ ৷"

তিনি আরও বলেন,"তোমার আগ্রাসী মনোভাব এবং খিদেকে সেলাম ৷ তোমার আগামী দিনের জন্য শুভেচ্ছা রইল ৷’’

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চেয়ারম্যান ভিভিএস লক্ষ্মণ ঝুলনে শুভেচ্ছা জানিয়েছেন ৷ টুইটারে তিনি লিখেছেন, ‘‘প্রতিটি প্রজন্মকে তুমি অনুপ্রেরণা দেবে ঝুলন ৷ গত 20 বছর ধরে তুমি শক্ত থেকে দৌড়ে গিয়েছ এবং নিজের দেশের জন্য সেরাটা দিয়েছ ৷ এর থেকে বেশি গর্বতি আমাদের আর কিছুই করতে পারে না ৷ সুন্দর একটা কেরিয়ারের জন্য অনেক অভিনন্দন ৷ আর আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল ৷’’

আরও পড়ুন:দীপ্তির করা ‘বৈধ’ বিনু মানকড়িয় রান আউটেও বিতর্ক, পাশে দাঁড়ালেন হরমনপ্রীত

ঝুলনকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর প্রাক্তন সতীর্থরাও ৷ সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া প্রাক্তন ভারত অধিনায়ক মিতালি রাজ (Mithali Raj) তাঁর বন্ধুকে আগামীর শুভেচ্ছা জানিয়েছেন ৷ মিতালি লেখেন, ‘‘মহিলা ক্রিকেটে একজন ফাস্ট বোলার হিসেবে ওঁর এত দীর্ঘ কেরিয়ার অবিশ্বাস্য ৷ অনূর্ধ্ব-19 এর দিন থেকে একসঙ্গে খেলেছি আমরা ৷ আর নিজের খেলার প্রতি ঝুলনের দায়বদ্ধতা শেখার মতো ৷ ভারতীয় জার্সি তোমাকে মিস করবে ৷ আগামী অ্যাডভেঞ্চারের জন্য তোমাকে শুভেচ্ছা, ঝুলু ৷’’

ঝুলনকে শুভেচ্ছা জানিয়েছেন, তাঁর আরেক প্রাক্তন সতীর্থ অঞ্জুম চোপড়া ৷ তিনি লেখেন, ‘‘আমি অবাক হব না, যদি ঝুলন ওর বৈঠকখানায় এই ছবিটা ফ্রেম করে রাখে ৷ ইংল্যান্ড, লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের প্রতি ভালোবাসা এবং ভারতীয় ক্রিকেট দলের জার্সি পরার স্বপ্ন, একদম নিখুঁতভাবে সবকিছুর সমাধান হল ৷ অবসরের অভিনন্দন জেজি (ঝুলন গোস্বামী) ৷ তুমি অসাধারণ ছিলে ঝুলন ৷’’

এদিন ঝুলনকে তাঁর আগামীর জন্য শুভেচ্ছা জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ৷ লিখেছেন, ‘‘অসাধারণ কেরিয়ার... আরও ভালো বিষয়, এর শেষটা হল একটা জয় দিয়ে ৷ ব্যক্তিগতভাবেও একটা ভালো সিরিজের স্মৃতি সঙ্গে নিয়ে গেল ৷ তুমি দশকে পর দশক ধরে ভারতীয় মহিলা ক্রিকেটের অনুপ্রেরণা হয়ে থাকবে ৷’’

আরও পড়ুন:দাদার শুরু-দিদির শেষ, বাঙালির ক্রিকেট রোম্যান্সের সাক্ষী লর্ডস

Last Updated : Sep 25, 2022, 7:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details