ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো, 23 জুলাই: ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভারতের দ্বিতীয় টেস্ট ড্র হওয়ার দিকেই এগোচ্ছে ৷ ক্রিকেটের সামান্য জ্ঞান আছে এমন ব্যক্তিও ত্রিনিদাদের পাটা বাইশ গজ দেখে একথাই বলবেন ৷ ভারতের প্রথম ইনিংসে 438 রানের জবাবে তৃতীয় দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজ 5 উইকেট হারিয়ে 229 রান তুলেছে ৷ ক্যারিবিয়ান ব্যাটাররা এই পর্যন্ত 108 ওভার খেলে ফেলেছেন ৷ এই পরিস্থিতিতে চতুর্থদিনে দ্রুত বাকি 5 উইকেট না ফেলতে পারলে ম্যাচ অমীমাংসিত থেকে যাওয়ার সম্ভাবনা আরও বাড়বে ৷
এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ ভারতের প্রথম ইনিংসের থেকে 209 রান পিছনে ৷ চতুর্থদিনে বোলাররা যত দ্রুত উইকেট ফেলতে পারবেন, তত বেশি ম্যাচ জেতার সুযোগ থাকবে ভারতের কাছে ৷ তা না হলে দ্বিতীয় টেস্ট ড্র-এর দিকেই এগোবে বলে মনে করা হচ্ছে ৷ অন্যদিকে, অতিমানবীয় কিছু না হলে ভারতকে এই টেস্টে হারানো ওয়েস্ট ইন্ডিয়ানদের পক্ষে সম্ভব নয় ৷
তবে বোলারদের ধারাবাহিকতা ভারতীয় দলের কাছে সুখবর ৷ অশ্বিন এবং জাদেজার পাশাপাশি মহম্মদ সিরাজ, জয়দেব উনাদকট এবং মুকেশ কুমাররা ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের দ্রুত রান তুলতে দেননি ৷ চতুর্থদিনে পিচ সামান্য হলেও ভাঙবে ৷ সেক্ষেত্রে অশ্বিন এবং জাদেজা উইকেট থেকে কিছুটা হলেও সাহায্য পেতে পারেন ৷ অন্তত টেল এন্ডারদের উইকেট তুলতে তা সাহায্য করবে ৷ এই মুহূর্তে ক্রিজে রয়েছেন অ্যালিক আথানাজে (37 রান) এবং জেসন হোল্ডার (11 রান) ৷