পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IND vs NZ at Eden : ইডেনে নিয়মরক্ষার ম্যাচে টস জিতে ব্যাটিং ভারতের

সিরিজের তৃতীয় টি-20 ম্য়াচেও টস জিতলেন রোহিত শর্মা ৷ সিরিজ জয়ের পরে ইডেনের ম্যাচ কার্যত নিয়মরক্ষার ৷ তৃতীয় ম্য়াচে ফের ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন অধিনায়ক রোহিত ৷

IND vs NZ
ইডেনে নিয়মরক্ষার ম্যাচে টস জিতে ব্যাটিং করছে ভারত

By

Published : Nov 21, 2021, 6:39 PM IST

Updated : Nov 21, 2021, 6:59 PM IST

কলকাতা, 21 নভেম্বর : সিরিজের তৃতীয় টি-20 ম্য়াচেও টস জিতলেন রোহিত শর্মা ৷ সিরিজ জয়ের পরে ইডেনের ম্যাচ কার্যত নিয়মরক্ষার ৷ তৃতীয় ম্য়াচে ফের ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন অধিনায়ক রোহিত ৷ প্রথম দুই ম্য়াচে জয়ের আত্মবিশ্বাসকে সঙ্গী করেই এই ম্যাচেও জয়ের লক্ষ্যে ঝাঁপাবে দ্রাবিড়ের ছেলেরা ৷ দ্বিতীয় ম্য়াচের উইনিং কম্বিনেশন ভাঙল ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট ৷

রোহিতের টস জয়ের হ্যাটট্রিকের দিনেই 50তম টি-20 ম্যাচ খেলতে নামছেন যুবি চাহাল ৷ অন্যদিকে সিরিজ হারের পর শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ হওয়া এড়ানোই লক্ষ্য় গাপটিলদের ৷ উইলিয়ামসনহীন নিউজিল্য়ান্ড ক্রিকেটের নন্দনকাননে কতটা মরণকামড় দেয়, এখন সেটাই দেখার ৷

আরও পড়ুন : Jeremy Solozano stretchered off : অভিষেকেই দুর্ঘটনা, মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়লেন ক্য়ারিবিয়ান ক্রিকেটার

একনজরে ভারতীয় একাদশ : রোহিত (অধিনায়ক), ঈষাণ, সূর্যকুমার, পন্থ (উইকেটরক্ষক), শ্রেয়স, ভেঙ্কটেশ, অক্ষর, দীপক, ভুবনেশ্বর, হর্ষল, চাহাল ৷

একনজরে নিউজিল্য়াণ্ড একাদশ : গাপটিল, মিচেল, চ্যাপম্য়ান, ফিলিপস, সেইফার্ট (উইকেটরক্ষক), নিশম, স্য়ান্টনার (অধিনায়ক), মিলনে, বোল্ট, ফার্গুসন, সোধি ৷

Last Updated : Nov 21, 2021, 6:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details