কলকাতা, 21 নভেম্বর : সিরিজের তৃতীয় টি-20 ম্য়াচেও টস জিতলেন রোহিত শর্মা ৷ সিরিজ জয়ের পরে ইডেনের ম্যাচ কার্যত নিয়মরক্ষার ৷ তৃতীয় ম্য়াচে ফের ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন অধিনায়ক রোহিত ৷ প্রথম দুই ম্য়াচে জয়ের আত্মবিশ্বাসকে সঙ্গী করেই এই ম্যাচেও জয়ের লক্ষ্যে ঝাঁপাবে দ্রাবিড়ের ছেলেরা ৷ দ্বিতীয় ম্য়াচের উইনিং কম্বিনেশন ভাঙল ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট ৷
রোহিতের টস জয়ের হ্যাটট্রিকের দিনেই 50তম টি-20 ম্যাচ খেলতে নামছেন যুবি চাহাল ৷ অন্যদিকে সিরিজ হারের পর শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ হওয়া এড়ানোই লক্ষ্য় গাপটিলদের ৷ উইলিয়ামসনহীন নিউজিল্য়ান্ড ক্রিকেটের নন্দনকাননে কতটা মরণকামড় দেয়, এখন সেটাই দেখার ৷