পোর্ট অফ স্পেন, 27 জুলাই: আগেই ওয়ান ডে-তে সিরিজ পকেটে পুরেছে ভারত ৷ বুধবার নিয়মরক্ষার ম্যাচে নামছে দুই দল ৷ এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যাপ্টেন শিখর ধাওয়ান (India won the toss and elected to bat) ৷ সিরিজ হাতের মুঠোয় চলে এলেও কার্যত পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নেমেছে 'মেন ইন ব্লু' ৷
সিরিজের দ্বিতীয় ম্যাচে 311 রান তাড়া করে জিতেছে ধাওয়ান অ্যান্ড কোং । কার্যত টি-20 মেজাজের ম্যাচে ভারতের জয়ের নায়ক অল-রাউন্ডার অক্ষর প্যাটেল । সিরিজ পকেটে বড় ভূমিকা নিয়েছেন শ্রেয়স, সঞ্জুরাও । শেষ ম্যাচেও সেই জয়ের ধারা বজায় রেখেই মাঠ ছাড়তে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া ৷ সেই লক্ষ্যেই পোর্ট অফ স্পেনের পাটা উইকেটে প্রথমে ব্যাট করতে নেমেছে ভারত ৷
অন্যদিকে, ম্যাচ শুরুর আগেই দুঃসংবাদ এসেছে ভারতীয় শিবিরে ৷ ফিটনেস পরীক্ষা হওয়ার আগেই করোনা আক্রান্ত হয়ে টি-20 স্কোয়াড থেকে ছিটকে গেলেন রাহুল ৷ ফলে কর্নাটকী ব্যাটারকে ছাড়াই কুড়ি-বিশের লড়াইয়ে নামতে হবে 'মেন ইন ব্লু'কে (KL Rahul to miss out T20I series) ৷ দল ঘোষণার সময়েই বিসিসিআই জানিয়ে দিয়েছিল, ফিট থাকলে দলে যোগ দেবেন কেএল রাহুল ৷ কিন্তু, ফিটনেস পরীক্ষা হওয়ার আগেই করোনা আক্রান্ত হয়ে ছিটকে গিয়েছেন রাহুল ৷