পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

T20 World Cup : অধিনায়ক হিসেবে বিদায়ী ম্য়াচে টস জিতলেন কোহলি, নামিবিয়ার বিরুদ্ধে ফিল্ডিং ভারতের - ভারত বনাম নামিবিয়া

টি-20 ফর্ম্য়াটে অধিনায়ক হিসেবে এদিন বিরাট কোহলি শেষবারের মত টস করতে নামলেন ৷ আর অধিনায়ক হিসেবে বিদায়ী ম্য়াচে টস জিতলেন কোহলি ৷ টস জিতে নামিবিয়ার বিরুদ্ধে প্রথমে ফিল্ডিং করছে ভারত ৷

T20 World Cup
অধিনায়ক হিসেবে বিদায়ী ম্য়াচে টস জিতলেন কোহলি, নামিবিয়ার বিরুদ্ধে ফিল্ডিং ভারতের

By

Published : Nov 8, 2021, 7:07 PM IST

Updated : Nov 8, 2021, 7:35 PM IST

দুবাই, 8 নভেম্বর : রবিবার আফগানিস্তান উইলিয়ামসনদের কাছে হারতেই চলতি টি-20 বিশ্বকাপ থেকে ছুটি হয়ে গিয়েছিল ভারতের ৷ তাই নামিবিয়ার বিপক্ষে গ্রুপের পঞ্চম তথা শেষ ম্য়াচ ভারতীয় দলের কাছে নিয়মরক্ষা ছাড়া আর কিছু নয় ৷ তবে টি-20 ফর্ম্য়াটে অধিনায়ক হিসেবে এদিন বিরাট কোহলি শেষবারের মত টস করতে নামলেন ৷ আর অধিনায়ক হিসেবে বিদায়ী ম্য়াচে টস জিতলেন কোহলি ৷ টস জিতে নামিবিয়ার বিরুদ্ধে প্রথমে ফিল্ডিং করছে ভারত ৷

পাশাপাশি পরবর্তী নিউজিল্য়ান্ড সিরিজ থেকে রাহুল শরদ দ্রাবিড় দলের দায়িত্ব নেওয়ার আগে আজই জাতীয় দলে শাস্ত্রীয় জমানার শেষ দিন ৷ সেদিক থেকেও বিশেষ গুরুত্ব রয়েছে নামিবিয়া ম্য়াচের ৷ বিশ্বকাপের সেমিতে জায়গা করতে না পারলেও জিতেই অভিযান শেষ করতে চাইছে 'মেন ইন ব্লু' ৷ গতকাল আফগানদের হারের পর হতাশ দলের ক্রিকেটাররা ঐচ্ছিক অনুশীলনেও অংশ নেননি ৷

আরও পড়ুন : এবারই প্রথম নয়, আইপিএলের জেরে এর আগেও টি-20 বিশ্বকাপে ব্যর্থ হয়েছে ভারত

তবে অধিনায়ক হিসেবে বিদায়বেলায় টস জিতে এদিন আবেগঘন কোহলি জানালেন, নতুন কারও হাতে দায়িত্ব সঁপে এটা সামনে তাকানোর সময় ৷ আমি দলের খেলায় ভীষণ গর্বিত ৷ রোহিত আছে, ও এখন থেকে দলের দায়িত্ব সামলাবে ৷ যদিও একাদশে এদিন খুব বেশি পরীক্ষার পথে হাঁটেনি ভারতীয় দল ৷ বরুণ চক্রবর্তীর পরিবর্তে দলে এলেন লেগ-স্পিনার রাহুল চাহার ৷

একনজরে ভারতীয় একাদশ : রাহুল, রোহিত, কোহলি (অধিনায়ক), সূর্যকুমার, পন্থ, পান্ডিয়া, জাদেজা, অশ্বিন, শামি, বুমরা, চাহার ৷

Last Updated : Nov 8, 2021, 7:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details