দুবাই, 8 নভেম্বর : রবিবার আফগানিস্তান উইলিয়ামসনদের কাছে হারতেই চলতি টি-20 বিশ্বকাপ থেকে ছুটি হয়ে গিয়েছিল ভারতের ৷ তাই নামিবিয়ার বিপক্ষে গ্রুপের পঞ্চম তথা শেষ ম্য়াচ ভারতীয় দলের কাছে নিয়মরক্ষা ছাড়া আর কিছু নয় ৷ তবে টি-20 ফর্ম্য়াটে অধিনায়ক হিসেবে এদিন বিরাট কোহলি শেষবারের মত টস করতে নামলেন ৷ আর অধিনায়ক হিসেবে বিদায়ী ম্য়াচে টস জিতলেন কোহলি ৷ টস জিতে নামিবিয়ার বিরুদ্ধে প্রথমে ফিল্ডিং করছে ভারত ৷
পাশাপাশি পরবর্তী নিউজিল্য়ান্ড সিরিজ থেকে রাহুল শরদ দ্রাবিড় দলের দায়িত্ব নেওয়ার আগে আজই জাতীয় দলে শাস্ত্রীয় জমানার শেষ দিন ৷ সেদিক থেকেও বিশেষ গুরুত্ব রয়েছে নামিবিয়া ম্য়াচের ৷ বিশ্বকাপের সেমিতে জায়গা করতে না পারলেও জিতেই অভিযান শেষ করতে চাইছে 'মেন ইন ব্লু' ৷ গতকাল আফগানদের হারের পর হতাশ দলের ক্রিকেটাররা ঐচ্ছিক অনুশীলনেও অংশ নেননি ৷