হ্যাংঝাউ, 25 সেপ্টেম্বর: বাংলার তিতাস সাধুর দুরন্ত বোলিংয়ের সৌজন্যে এশিয়াডে প্রথম সোনা ভারতীয় মহিলা ক্রিকেট দলের ৷ শ্রীলঙ্কাকে 19 রানে হারিয়ে চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা ৷ সেইসঙ্গে 19 তম এশিয়াডে দ্বিতীয় সোনা জিতল ভারত ৷ ফাইনালে প্রথমে ব্যাট করে 7 উইকেট হারিয়ে 116 রান তোলেন হরমনপ্রীত কউর অ্যান্ড কোম্পানি ৷ 116 রান ডিফেন্ড করতে নেমে শ্রীলঙ্কাকে একশোর মধ্যেই আটকে রাখল ভারতের মেয়েরা ৷ স্বর্ণপদক ম্যাচে 20 ওভারে 8 উইকেট হারিয়ে 97 রানের বেশি তুলতে পারেনি দ্বীপরাষ্ট্র ৷ 4 ওভারে একটা মেডেন-সহ 6 রান দিয়ে 3 উইকেট নেন হুগলির তিতাস ৷
ভারতীয় দলের সহঅধিনায়িকা স্মৃতি মন্ধানা (46) এবং জেমাইমা রদ্রিগেজ (42)-এর 73 রানের পার্টনারশিপে ভর করে ভারত নির্ধারিত 20 ওভারে 116 রান তোলে ৷ তবে, ভারতের বাকি ব্যাটাররা ফাইনালে রান করতে পারেননি ৷ শেফালি বর্মা (9), রিচা ঘোষ (9), ক্যাপ্টেন হরমনপ্রীত কউর (2), পূজা বস্ত্রকার (2) কেউই দুই সংখ্যার স্কোরে পৌঁছাতে পারেননি ৷ শ্রীলঙ্কার হয়ে 2টি করে উইকেট নিয়েছেন উদেশিকা প্রাবধানি, সুগন্ধিকা কুমারি এবং ইনোকা রণবীরা ৷ তবে, হ্যাংঝাউয়ের মন্থর উইকেটে ভারতের 116 রান যথেষ্ঠ ছিল শ্রীলঙ্কাকে হারানোর জন্য ৷