পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IND W vs BAN W 1st T20I: ক্যাপ্টেন কৌরের হাফসেঞ্চুরিতে ধরাশায়ী বাংলাদেশ, জয় দিয়ে সফর শুরু ভারতের - ভারত বনাম বাংলাদেশ প্রথম টি20 আন্তর্জাতিক

বাংলাদেশ মহিলা দলের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে জয় ভারতীয় মহিলা দলের ৷ 3 ম্যাচের সিরিজে এই মুহূর্তে 0-1 এগিয়ে হরমপ্রীত কৌররা ৷ ম্যাচের সেরা হয়েছেন তিনি ৷

IND W vs BAN W 1st T20I
IND W vs BAN W 1st T20I

By

Published : Jul 9, 2023, 5:15 PM IST

ঢাকা, 9 জুলাই: অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশকে হেলায় হারিয়ে সফর শুরু করল হরমনপ্রীত কৌরের ভারত ৷ প্রথম টি-20 ম্যাচ 16.2 ওভার বাকি থাকতে 7 উইকেটে জিতল ভারতীয় মেয়েরা ৷ ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর 35 বলে 54 রানের অপরাজিত ইনিংস খেললেন ৷ এদিন ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন হরমনপ্রীত কৌর ৷ প্রথমে বল করে বেঙ্গল টাইগ্রেসদের নির্ধারিত 20 ওভারে 5 উইকেট নিয়ে মাত্র 114 রানে আটকে দেন পূজা বস্ত্রকার, দীপ্তি শর্মারা ৷

ঢাকার স্লো উইকেটে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যাপ্টেন হরমনপ্রীত ৷ টস জিতে শুরুর দিকে উইকেটে স্যাঁতস্যাঁতে ভাবের কথা হরমনপ্রীতকে বলতেও শোনা যায় যে, ছিল ৷ সেই সুযোগ হাতছাড়া করেননি ভারতীয় বোলাররা ৷ পাওয়ার প্লে-তে মাত্র 34 রান দিয়ে 1টি উইকেট তুলে নেয় ভারত ৷ ভারতীয় দলে অভিষেক করা অফস্পিনার মুন্নি মানি ওপেনার শামিমা সুলতানার (17) উইকেট নেন ৷ পাওয়ার-প্লে শেষ হওয়ার পর বড় শট খেলতে গিয়ে একের পর এক উইকেট হারায় বাংলাদেশ ৷

মাত্র 5 উইকেট পড়লেও বড় রান তুলতে ব্যর্থ হন বাংলাদেশের ব্যাটাররা ৷ মাত্র 114 রানে থেকে যায় তাঁদের ইনিংস ৷ ভারতের হয়ে একটি করে উইকেট নিয়েছেন পূজা বস্ত্রকার, মুন্নি মানি এবং শেফালি বর্মা ৷ দীপ্তি শর্মা উইকেট না-পেলেও 4 ওভারে মাত্র 14 রান দিয়েছেন তিনি ৷ 115 রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই শূন্যতে ভারতীয় মহিলা দল শেফালি বর্মার উইকেট হারায় ৷ তবে, ভাইস-ক্যাপ্টেন স্মৃতি মন্ধানা 34 বলে 38 রানের দুরন্ত ইনিংস খেলেন ৷ জেমিমা রডরিগেজ 14 বলে 11 রান করেন ৷

আরও পড়ুন:বিরাট-ফিটনেসের রহস্য কী? নিজেই জানালেন কিং কোহলি

জেমিমা দলীয় 21 রানের মাথায় ফিরে গেলে হরমনপ্রীত কৌর 4 নম্বরে নামেন ব্যাট করতে ৷ তিনি এবং স্মৃতি তৃতীয় উইকেটে 70 রানের পার্টনারশিপ করে ভারতের জয় নিশ্চিত করেন ৷ শেষ দিকে হরমনপ্রীত এবং উইকেট-কিপার ব্যাটার যস্তিকা ভাটিয়া (9 রানে অপরাজিত) জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন ৷ তিন ম্যাচের টি-20 সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল ভারতীয় মহিলা দল ৷ ম্যাচের সেরা হয়েছেন ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর ৷

ABOUT THE AUTHOR

...view details