সিলেট, 4 অক্টোবর: এশিয়া কাপ টি-20 টুর্নামেন্টে (Womens Asia Cup T20 2022) জয়ের হ্যাট্রিক ভারতীয় মহিলা ক্রিকেট দলের (India Women) ৷ আর সেই সঙ্গে 6 পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠে এলেন স্মৃতি মন্ধানারা ৷ গতকাল বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মালয়েশিয়া মহিলা দলকে হারানোর পর, এদিন দাপটের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহী মহিলা দলকে 104 রানে হারাল ভারত (India Women Win by 104 runs) ৷ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক স্মৃতি মন্ধানা ৷ অপেক্ষাকৃত দুর্বল দল হওয়ায় অধিনায়ক হরমনপ্রীত কৌর এদিনও খেলেননি ৷
ভারত প্রথমে ব্যাট করে 178 রান তোলে ৷ ভারতের হয়ে ওপেন করেন সাবেইনেনি মেঘনা এবং রিচা ঘোষ ৷ কিন্তু, দুই ওপেনারই ব্যর্থ হন ৷ রিচা প্রথম বলে শূন্য রানে আউট ৷ পরে দীপ্তি শর্মা 49 বলে 64 এবং জেমাইমা রদ্রিগেজ 45 বলে 75 অপরাজিত থাকেন ৷ অধিনায়ক স্মৃতি ব্যাট করতেই নামেননি ৷