পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Jhulan Goswami: বিদায়ী ম্যাচেও উজ্জ্বল ঝুলন, ইংরেজদের চুনকাম করল 'উইমেন ইন ব্লু' - Jhulan

গুরুত্বপূর্ণ সময়ে তুলে নিলেন অ্যালিস ক্যাপসি, কেট ক্রসের উইকেট, ফার্স্ট স্লিপে অসাধারণ ক্যাচে ফেরালেন সোফি এক্লেসটনকে (India Women whitewash England Women) ৷ শেষ ম্যাচেও উজ্জ্বল হয়ে রইলেন চাকদা এক্সপ্রেস ৷

Etv Bharat
Jhulan Goswami

By

Published : Sep 24, 2022, 10:39 PM IST

Updated : Sep 24, 2022, 11:07 PM IST

লর্ডস, 25 সেপ্টেম্বর: দীর্ঘ 20 বছরের আন্তর্জাতিক কেরিয়ারে শেষবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami Farewell Match) ৷ সেই ম্যাচেও উজ্জ্বল হয়ে রইলেন চাকদা এক্সপ্রেস ৷ গুরুত্বপূর্ণ সময়ে তুলে নিলেন অ্যালিস ক্যাপসি, কেট ক্রসের উইকেট, ফার্স্ট স্লিপে অসাধারণ ক্যাচে ফেরালেন সোফি এক্লেসটনকে ৷ বল হাতে সিনিয়র মোস্টকে যোগ্য সঙ্গত করলেন রেনুকা সিং, রাজেশ্বরী গায়কোয়াড়রা ৷ তৃতীয় ম্যাচে ইংল্যান্ডকে 16 রানে 'বধ' করল ভারত ৷ তিন ম্যাচের সিরিজে অ্যামি জোনসের দলকে চুনকাম করল 'উইমেন ইন ব্লু' ৷

কিংবদন্তির শেষ আন্তর্জাতিক ম্যাচে তাঁকে নিয়েই টস করতে যান হরমনপ্রীত । প্রথম দু’টি ম্যাচ জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করে নিয়েছিল ভারতীয় দল ৷ শনিবারের ম্যাচ নিয়মরক্ষার হলেও তাতে আলাদা মাত্রা এনে দিয়েছিল ঝুলনের বিদায় । ব্যাট করতে নামার সময় তাঁকে ‘গার্ড অফ অনার’ দিলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা । ব্যাট হাতে এদিন শূন্য রানে ফেরেন ভারতের বোলিং রানি ৷

যদিও ঝুলনের বিদায়ী ম্যাচে রান পেলেন না অধিনায়িকা হরমনপ্রীত কউর। তবে ঝকঝকে অর্ধশতরান করলেন সহ-অধিনায়িকা স্মৃতি মন্ধনার। মন্ধনার অর্ধশতরান ছাড়াও রান পেলেন দীপ্তি শর্মা। 68 রানে অপরাজিত থাকলেন তিনি। এছাড়া দু'অঙ্কের রান পূজা বস্ত্রকারের (22)। কেট ক্রশ 26 রানে 4 উইকেট নেন। দু’টি করে উইকেট নেন ফ্রে কেম্প এবং একলেস্টোন। প্রথমে ব্যাট করে 45.4 ওভারে ভারতের ইনিংস শেষ হয় 169 রানে।

Last Updated : Sep 24, 2022, 11:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details