কেপটাউন, 23 ফেব্রুয়ারি:পূজা বস্ত্রকর ছিটকে গেলেও সেই মুহূর্তে স্বস্তি ভারতীয় শিবিরে । প্রবল জ্বরে আক্রান্ত অধিনায়ক হরমনপ্রীত কৌর সেমিফাইনালে নামতে পারবেন কি না, তা নিয়ে সংশয় ছিল । যদিও ম্যানেজমেন্ট জানিয়ে দিয়েছে, প্রাথমিক চিকিৎসার পর স্কিপারের মাঠে নামতে সমস্যা নেই । ফলে হরমনকে রেখেই অজিদের বিরুদ্ধে একাদশ সাজিয়েছে টিম ইন্ডিয়া । অন্যদিকে, নিউল্যান্ডসে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া (Australia win the Toss and elected to bat first) ।
যদিও চোটের কারণে দলে নেই নির্ভরযোগ্য অল-রাউন্ডার পূজা বস্ত্রকর । শ্বাসযন্ত্রের সংক্রমণে ছিটকে গিয়েছেন তিনি (Pooja Vastrakar ruled out)। বস্ত্রকরের বদলে দলে এসেছেন স্নেহ রানা । আরেক খেলোয়াড় রাধা যাদবও সংক্রমিত হলেও প্রাথমিক চিকিৎসার পর একাদশে তিনি জায়গা পেয়েছেন । যদিও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে খেলতে নেমে পাওয়া, না-পাওয়া নিয়ে ভাবতে নারাজ টিম ইন্ডিয়া । একাদশের প্রত্যেকে একশো শতাংশ দিয়েই অজি 'বধ' করতে বদ্ধপরিকর ।
আরও পড়ুন: বোনেদের জুতোয় পা-গলাতে বাকি দু'টি ম্যাচ, সেমিতে অজি 'বধে' বদ্ধপরিকর মন্ধনা-রিচারা