হ্যামিলটন, 12 মার্চ : হ্যামিলটনে টসে জিতে ব্য়াট করল ভারত । মাত্র 5 রান করে মিতালি রাজ ক্রিজ ছাড়লেও জ্বলে উঠলেন স্মৃতি মন্ধনা এবং হরমনপ্রীত কৌর । দুই ব্যাটারের সেঞ্চুরিতে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে রানের পাহাড়ে চড়ল 'উইমেন ইন ব্লু' । স্মৃতির 123 এবং হরমনপ্রীতের 109 রানের সৌজন্যে নির্ধারিত 50 ওভারে ভারত তুলল 317 রান ।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আজ মাঠে নেমেই ইতিহাস গড়ে ফেলেছেন ভারতীয় ক্রিকেটের 'লেডি সচিন তেন্ডুলকর' । আইসিসি মহিলা বিশ্বকাপের ইতিহাসে অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি ম্যাচের রেকর্ড গড়ে ফেললেন মিতালি রাজ । যদিও অধিনায়ক হিসেবে মাইলফলক স্থাপন করার দিনে ব্যর্থ ব্যাটার মিতালি । কিন্তু মিতালির ব্যর্থতা ঢেকে দিলেন মন্ধনা-কৌর জুটি । 119 বলে 123 রান করলেন স্মৃতি মন্ধানা, 109 রান করে ফিরলেন হরমনপ্রীত কৌর । তাঁদের 184 রানের পার্টনারশিপে ভর করেই বিশ্বকাপের তৃতীয় ম্যাচে অ্যাডভান্টেজ ভারত ।