ক্রাইস্টচার্চ, 27 মার্চ :ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে ভারতের কাছে জয় ছাড়া কোনও বিকল্প নেই ৷ সেই লক্ষ্যেই টসে জিতে ব্যাট করতে নেমেছে ভারত ৷ 'মাস্ট উইন' ম্যাচে সফল ভারতীয় ব্যাটাররা ৷ শেফালি, স্মৃতি, মিতালি, হরমনপ্রীতদের দাপটে নির্ধারিত 50 ওভারে 274 রান তুলল ভারত (India vs South Africa in must-win game) ৷
তৃতীয়স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ 7 ম্যাচে 7 পয়েন্ট সংগ্রহ করায় ড্র করলেও সেমির টিকিট পেয়ে যাবেন হরমনপ্রীত-মন্ধনারা ৷ ইতিবাচক রান-রেট সেক্ষেত্রে সহায় হবে ভারতের ৷ যদিও সেসব ভাবনাকে দূরে সরিয়ে জয়েই চোখ ভারতের মেয়েদের ৷ এদিন ব্য়াট করতে নেমে আক্রমণাত্মক শুরু করেছিলেন স্মৃতি মন্ধানা-শেফালি বর্মা ৷ 46 বলে ঝোড়ো 53 রানের ইনিংস খেলেন শেফালি ৷ যদিও এদিন ব্যর্থ যস্তিকা ভাটিয়া ৷ মাত্র 2 রান করে ক্রিজ ছেড়েছেন ভারতীয় ব্যাটার ৷
দলের ইনিংসকে টানেন স্মৃতি মন্ধনা-মিতালি রাজ জুটি ৷ তৃতীয় উইকেটে 80 রান যোগ করেন তাঁরা ৷ অর্ধশতরান পেলেন দুই ব্য়াটারই ৷ এদিন ফের রেকর্ড গড়লেন মিতালি ৷ অধিনায়কচিত ইনিংসে শুধু দলকেই টানেননি, বিশ্বকাপের মঞ্চে প্রবীণতম ক্রিকেটার হিসেবে অর্ধশতরান পেলেন তিনি ৷ এর আগে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবেও অর্ধশতরানের রেকর্ডও তাঁরই দখলে ৷
আরও পড়ুন : ক্রাইস্টচার্চে নামার আগেই ধাক্কা খেল ভারত, চোটের জন্য নেই ঝুলন
একসময় তাঁদের দাপটে মনে হচ্ছিল তিনশোর গণ্ডি পেরিয়ে যাবে ভারতের ইনিংস ৷ কিন্তু স্মৃতি-মিতালি ফিরতেই খানিক মন্থর হয় ভারতীয় ইনিংসের গতি ৷ পরপর ফেরেন পূজা বস্ত্রকর, রীচা ঘোষ ৷ শেষ পর্যন্ত হরমনপ্রীত কৌরের 48 রানের সুবাদে প্রোটিয়াদের 275 রানের টার্গেট দেয় ভারত ৷ এবার দেখার ঝুলন-বিহীন ভারতীয় বোলিং লাইন আপ কীভাবে দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেয় ৷ প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার স্কোর 1 উইকেট হারিয়ে 71 ৷