মুম্বই, 24 ডিসেম্বর: মেয়েদের টেস্ট ক্রিকেটে ইতিহাস ভারতের ৷ টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়াকে প্রথমবার হারাল ভারতীয় মহিলা ক্রিকেট দল ৷ রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে 8 উইকেটে ক্যাঙারুদের বিরুদ্ধে একমাত্র টেস্ট জিতলেন হরমনপ্রীত কৌর অ্যান্ড কোং ৷ ব্যাটে ও বলে দুরন্ত টিম পারফর্ম্যান্সে এই জয় এসেছে ৷ ম্যাচের সেরা হয়েছেন অলরাউন্ডার স্নেহ রানা ৷ প্রথম ইনিংসে 3 ও দ্বিতীয় ইনিংসে 4 উইকেট নেওয়ার সুবাদে তাঁকেই প্লেয়ার অফ দ্য ম্যাচ করা হয়েছে ৷ সেই সঙ্গে ভারতীয় মহিলা ক্রিকেটে সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার দাবিদারি পেশ করলেন হরমনপ্রীত ৷
দ্বিতীয় ইনিংসে ভারতকে মাত্র 75 রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়া ৷ 18.4 ওভারে মাত্র 2 উইকেট হারিয়ে সেই রান তুলে নেয় ভারত ৷ সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা (38 রানে অপরাজিত) বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ জেতান ৷ তাঁর সঙ্গে জেমিমা রদ্রিগেজ 12 রান অপরাজিত থাকেন ৷ টেস্টের চতুর্থ তথা শেষদিনে অস্ট্রেলিয়া 5 উইকেটে 233 রান থেকে খেলা শুরু করে ৷ তবে, আজ দ্বিতীয় ওভারেই পূজা বস্ত্রকারের শিকার অ্যাশলে গার্ডনারকে 7 রানে আউট করেন ৷ গতকালের স্কোরেই 6 নম্বর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অজিরা ৷
এরপর একাধিক সুযোগ তৈরি হয় ভারতীয় বোলারদের জন্য। বেশ কয়েকটি রিভিউ নেয় ভারত ৷ এমনকী অস্ট্রেলিয়ার ব্যাটাররাও রিভিউ নিয়ে আম্পায়ারের সিদ্ধান্তকে বদলান ৷ তবে, সেই প্রতিরোধ দীর্ঘ স্থায়ী হয়নি ৷ স্পিনারদের আক্রমণে আনতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে অজি লোয়ার-অর্ডার ৷ স্নেহ রানা এবং রাজেশ্বরী গায়কোয়াড় দু’টিকে করে উইকেট তুলে অস্ট্রেলিয়াকে 261 রান অলআউট করে দেন ৷ তৃতীয়দিনের স্কোরের সঙ্গে মাত্র 28 রান যোগ করে অস্ট্রেলিয়ানরা ৷
প্রথম ইনিংসে ভারত 406 রান করেছিল ৷ ফলে প্রথম ইনিংসে 187 রানে এগিয়ে থাকার সুবাদে ভারতের সামনে মাত্র 75 রানের টার্গেট ছিল ৷ যা খুব সহজেই তুলে নেন স্মৃতি-জেমিমারা ৷ তবে, ওপেনার শেফালি বর্মা (4) প্রথম ওভারে কিম গ্যারেথের শিকার হন ৷ এরপর টেস্ট অভিষেক করা রিচা ঘোষকে তিননম্বরে পাঠান কোচ অমল মজুমদার ৷ রিচা 32 বলে 13 রান করে অ্যাশলে গার্ডনারের শিকার হন ৷ এরপর আর কোনও উইকেট না হারিয়ে অনায়াসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট জেতে ভারতীয় মহিলা দল ৷ উল্লেখ্য, ইংল্যান্ড মহিলা দলের বিরুদ্ধে গত সপ্তাহেই একমাত্র টেস্ট জেতেন হরমনপ্রীতরা ৷ এবার অস্ট্রেলিয়াকেও হারালেন তাঁরা ৷
আরও পড়ুন:
- বল হাতে হরমনের কামাল, ম্যাকগ্রাকে ফেরাতেই জয়ের গন্ধ ভারতীয় শিবিরে
- গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে মাঠের বাইরে সূর্যকুমার, আফগানদের বিরুদ্ধে নেই নয়া টি-20 অধিনায়ক
- আন্তর্জাতিক ক্রিকেটে অবসর ঘোষণা এলগারের, ভারতের বিরুদ্ধে শেষবার ব্যাট ধরবেন বাঁ-হাতি