পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Women's WC 2022 : ক্রাইস্টচার্চে নামার আগেই ধাক্কা খেল ভারত, চোটের জন্য নেই ঝুলন - India Women chose to bat against South Africa Women

আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা (India vs South Africa in must-win game) ৷ এদিন প্রোটিয়া বধ করলে শেষ চারে জায়গা পাকা হবে মিতালি রাজদেরও ৷

India Women vs South Africa Women
ক্রাইস্টচার্চে ব্যাটিং করতে নামল ভারত

By

Published : Mar 27, 2022, 6:45 AM IST

Updated : Mar 27, 2022, 10:45 AM IST

ক্রাইস্টচার্চ, 27 মার্চ : হারলে কার্যত নিশ্চিত বিদায় ৷ ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে ভারতের কাছে জয় ছাড়া কোনও বিকল্প নেই ৷ সেই লক্ষ্যেই টসে জিতে ব্যাট করতে নেমেছে ভারত ৷ 'মাস্ট উইন' ম্যাচে নামার আগেই ধাক্কা খেল মিতালিরা ৷ চোটের জন্য খেলছেন না ঝুলন গোস্বামী ৷ বোলিং ইউনিটের প্রধান স্তম্ভকে ছাড়াই মাঠে নেমেছে ‘উইমেন ইন ব্লু’ ৷

তৃতীয়স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ 7 ম্যাচে 7 পয়েন্ট সংগ্রহ করায় ড্র করলেও সেমির টিকিট পেয়ে যাবেন হরমনপ্রীত-মন্ধনারা ৷ ইতিবাচক রান-রেট সেক্ষেত্রে সহায় হবে ভারতের ৷ যদিও সেসব ভাবনাকে দূরে সরিয়ে জয়েই চোখ ভারতের মেয়েদের ৷ ব্য়াট করতে নেমে আক্রমণাত্মক শুরু করেছিলেন স্মৃতি মন্ধানা-শেফালি বর্মা ৷ 46 বলে ঝোড়ো 53 রানের ইনিংস খেলেন শেফালি ৷ যদিও এদিন ব্যর্থ যস্তিকা ভাটিয়া ৷ মাত্র 2 রান করে ক্রিজ ছেড়েছেন ভারতীয় ব্যাটার ৷

আরও পড়ুন : বুড়ো হাড়ের ভেলকি দেখল কলকাতা-চেন্নাই ম্যাচ

প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের স্কোর, 2 উইকেট হারিয়ে 154 রান ৷ ক্রিজে রয়েছেন স্মৃতি মন্ধনা-মিতালি রাজ জুটি ৷ ইতিমধ্যে অর্ধশতরানের গণ্ডি পেরিয়ে গিয়েছেন মন্ধনা ৷ অন্যদিকে, আরেক ম্য়াচে নির্ধারিত 50 ওভারে 234 রান তুলেছে ইংল্যান্ড ৷ জবাবে ব্যাট করতে নেমে ভাল শুরু করেছে বাংলাদেশ ৷ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের স্কোর 1 উইকেট হারিয়ে 42 রান ৷

Last Updated : Mar 27, 2022, 10:45 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details