পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IND W vs BAN W 2nd T20I: অন্তিম ওভারে 4 উইকেট, ভারতকে ম্যাচ ও সিরিজ জেতালেন শেফালি

শেষ ওভারে শেফালির ঘূর্ণিতে কুপোকাত বাংলাদেশ মহিলা দল ৷ 8 রানে দ্বিতীয় টি-20 ম্যাচ জিতলেন হরমনপ্রীতরা ৷ সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজও জিতে নিলেন তাঁরা ৷

IND W vs BAN W 2nd T20I
IND W vs BAN W 2nd T20I

By

Published : Jul 11, 2023, 5:59 PM IST

ঢাকা, 11 জুলাই: শেষ ওভারে 4 উইকেট নিয়ে ভারতীয় মহিলা দলকে দ্বিতীয় টি-20 ম্যাচে জেতালেন শেফালি বর্মা ৷ যার মধ্যে একটি রান আউট ৷ মঙ্গলবার লো-স্কোরিং ম্যাচে বাংলাদেশ মহিলা দলকে 8 রানে হারাল ভারতের মেয়েরা ৷ সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই 2-0 ব্যবধানে সিরিজ পকেটে পুরে নিলেন হরমনপ্রীত কৌররা ৷ এদিন ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামের স্লো-টার্নিং পিচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত ৷ দীপ্তি শর্মা 4 ওভারে 12 রান দিয়ে গুরুত্বপূর্ণ 3 উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন ৷

প্রথম ম্যাচের থেকে আরও মন্থর ও ঘূর্ণি পিচ বানিয়ে দ্বিতীয় টি-20 ম্যাচে ভারতকে চ্যালেঞ্জ দিতে চেয়েছিল বাংলাদেশ ৷ কিন্তু, সেই ঘূর্ণির জালে নিজেরাই ফেঁসে গেলেন নিগার সুলতানারা ৷ একটা সময় হাতে থাকা ম্যাচ শেষ 2 ওভারে খোয়ালেন তাঁরা ৷ এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত ভারত অধিনায়িকা হরমনপ্রীত কৌর ৷ দুই ওপেনার ধীর গতিতে রান তোলা শুরু করলেও, ভারতের ইনিংসে একটা স্থিরতা ছিল ৷ দলের 33 রানের মাথায় স্মৃতি মন্ধানার উইকেট পড়তেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের টপ অর্ডার ৷ মাত্র 58 রানে 5 উইকেট হারান হরমনপ্রীতরা ৷

ভারতীয় ক্যাপ্টেন প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি করলেও, আজ শূন্য রানে ফিরে যান তিনি ৷ ভারতের হয়ে শেফালি বর্মা সর্বোচ্চ 19 রান করেন ৷ বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন 3 উইকেট নেন ৷ ভারতের ইনিংস 8 উইকেট হারিয়ে 95 রানে শেষ হয়ে যায় নির্ধারিত 20 ওভারে ৷ হাতে মাত্র 96 রানের পুঁজি থাকলেও মন্থর উইকেটের কারণে ভারতীয় মহিলা দলের মধ্যেও ম্যাচ জয়ের আত্মবিশ্বাস ছিল ৷

আরও পড়ুন:ক্যাপ্টেন কৌরের হাফসেঞ্চুরিতে ধরাশায়ী বাংলাদেশ, জয় দিয়ে সফর শুরু ভারতের

বাংলাদেশের ব্যাটিংয়ের সময় হলও সেটাই ৷ প্রথম ওভারে পূজা বস্ত্রকার 10 রান দেন ৷ এরপর আর তাঁকে বোলিংয়ে আনেননি হরমনপ্রীত ৷ সরাসরি স্পিনিং অপশনে চলে যান তিনি ৷ ফল মেলে হাতেনাতে ৷ পরের 2 ওভারে মাত্র 2 রান খরচ করে আর বাংলাদেশের দুই ওপেনারকে তুলে নেন মুন্নি এবং দীপ্তি ৷ 30 রানে 4 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ ৷ সেখান থেকে বেঙ্গল টাইগ্রেসদের ফের ম্যাচে ফিরিয়ে আনে তাদের ক্যাপ্টেন নিগার সুলতানা (38) ৷ তবে, তিনি 86 রানের মাথায় 19 নম্বর ওভারে ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশ মহিলা দল ৷

আরও পড়ুন:ক্যারিবিয়ান কিংবদন্তির বিরুদ্ধে টেস্ট অভিষেক, এবার তাঁর ছেলের বিরুদ্ধে খেলবেন বিরাট

শেষ ওভারে 4 উইকেট হাতে থাকলেও 10 রান দরকার ছিল ৷ মন্থর উইকেটে সেই রান তোলা বেশ কঠিন তা ভালো করেই জানতেন হরমনপ্রীত ৷ তাই বাংলাদেশ লোয়ার অর্ডারকে প্রলোভিত করতে শেফালিকে বল দেন তিনি ৷ আর সেই জালে পা দিয়ে শেষ ওভারে মাত্র 1 রান তুলে 4 উইকেট হারায় বাংলাদেশ মহিলা দল ৷ মাত্র 87 রানে অলআউট হয়ে যায় তারা ৷

ABOUT THE AUTHOR

...view details