পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

India Wins Mumbai Test : 372 রানে মুম্বইয়ে কিউয়ি বধ, 1-0 সিরিজ জয় ভারতের - Jayant Yadav

মুম্বই টেস্টের চতুর্থ ইনিংসেও ভারতীয় স্পিনারদের দাপট (India Win Test Serise Over New Zealand) ৷ অশ্বিন ও জয়ন্ত 4টি করে উইকেট নিলেন ৷ সেই সঙ্গে কিউয়িদের 372 রানে হারিয়ে ম্যাচ এবং সিরিজ জিতলেন বিরাট কোহলিরা (India Wins Mumbai Test) ৷ ম্যাচের সেরা হয়েছেন ময়ঙ্ক আগরওয়াল এবং সিরিজ সেরা রবিচন্দ্রন অশ্বিন ৷

India Wins Mumbai Test and Serise
372 রানে মুম্বইয়ে কিউয়ি বধ, 1-0 সিরিজ জয় ভারতের

By

Published : Dec 6, 2021, 10:29 AM IST

Updated : Dec 6, 2021, 11:46 AM IST

মুম্বই, 6 ডিসেম্বর : মুম্বই টেস্টের চতুর্থদিনে জয়ন্ত যাদবের স্পিনে ধরাশায়ী কিউয়িরা ৷ সেই সঙ্গে 372 রানে ম্যাচ এবং 1-0 সিরিজ জিতল ভারত (India Wins Mumbai Test) ৷ এ দিন সকালে ব্যাট করতে নেমে অশ্বিন এবং জয়ন্ত যাদবের অফ স্পিন সামলাতে নাজেহাল হয়ে যান নিউজিল্যান্ড ব্যাটাররা ৷ বিশেষ করে জয়ন্তের ৷ প্রথমে রচিন রবীন্দ্রকে প্যাভিলিয়নে ফেরান তিনি ৷ এর পর দ্রুত উইকেট হারায় নিউজিল্যান্ড ৷ প্রথমে কাইল জেমিসন এবং তার দু’বল পরেই টিম সাউদি ৷ চতুর্থ দিনের শুরুতেই 4 উইকেট নেন জয়ন্ত যাদব (Jayant Yadav) ৷ তবে, শুধু জয়ন্ত যাদব নন ৷ উল্টোদিক থেকে রবিচন্দ্রন অশ্বিনের স্পিন সামলাতেও হিমশিম খেতে হয় কিউয়িদের ৷ হেনরি নিকোলাসকে স্টাম্প করিয়ে নিউজিল্যান্ডের ইনিংসে শেষ পেরেকটি ঠোকেন অ্যাশ (India Wins Test Series Over New Zealand) ৷

তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পর নিউজিল্যান্ডের স্কোর ছিল 5 উইকেট হারিয়ে 140 রান ৷ সেখান থেকে আজ সকালে জয়ন্ত যাদবের স্পিনের জাদুতে বেসামাল হয়ে পড়ে কিউয়ি ব্যাটারদের ডিফেন্স ৷ গতকালের রানের সঙ্গে মাত্র 27 রান যোগ করতে পারেন তাঁরা ৷ রচিন রবীন্দ্র শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন ৷ জয়ন্ত যাদব এবং অশ্বিনকে বেশ কয়েকটি বাউন্ডারি মারেন তিনি ৷ তবে, রচিন জয়ন্তের বলে শর্ট গালিতে পূজারা হাতে ক্যাচ দিয়ে ফিরতেই কিউয়িদের লোয়ার অর্ডার খুলে যায় ৷

এর পর এক ওভারে প্রথমে কাইল জেমিসন ও পরে টিম সাউদিকে শূন্য রানে আউট করেন জয়ন্ত যাদব ৷ পরের ওভারে উইলিয়াম সমারভিলকে ফরওয়ার্ড শর্ট লেগে ময়ঙ্কের হাতে ক্যাচ আউট করান ৷ অন্যদিকে, গতকাল 3 উইকেট নেওয়ার পর আজ কিউয়িদের শেষ উইকেটটি নেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ৷ হেনরি নিকোলাসকে আউট করে দ্বিতীয় ইনিংসেও 4 উইকেট নিলেন তিনি ৷ সিরিজে 14 উইকেট নিয়েছেন ডানহাতি অফস্পিনার ৷ তিনি প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন ৷

আরও পড়ুন : Ajaz Patel : দশে দশ! লেকার-কুম্বলের সঙ্গে একাসনে ভারতীয় বংশোদ্ভূত আজাজ

প্রসঙ্গত, মুম্বই টেস্টের টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি ৷ দুই ওপেনার শুভমন এবং ময়ঙ্ক প্রথম উইকেটে 80 রানের পার্টনারশিপ করেন ৷ এর পর শুভমন ফিরতেই একে একে প্রথমে পূজারা এবং পরে কোহলি শূন্য রানে আউট হন 80 রানে 3 উইকেট হারিয়ে যখন চাপে পড়ে যায় ভারত ৷ সেখান থেকে ভারতকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন ময়ঙ্ক এবং শ্রেয়স ৷ তবে, শ্রেয়স বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি ৷ তবে, ঋদ্ধিমান সাহার ডিফেন্সিভ ব্যাটিংয়ের জেরে প্রথমদিন 4 উকেট হারিয়ে 221 রান তোলে ভারত ৷ এর পর দ্বিতীয় দিনে ময়ঙ্ক 150 রান করে আউট হন ৷ অন্যদিকে, 52 রান করেন অক্ষর প্যাটেল ৷ যার সুবাদে ভারত প্রথম ইনিংসে 325 রান তোলে ৷

আরও পড়ুন : IND vs NZ Mumbai Test : দ্বিতীয় ইনিংসে 4 উইকেট নিয়ে ফের মাইলস্টোনে আজাজ

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে মাত্র 62 রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড ৷ অশ্বিন 4, মহম্মদ সিরাজ 3, অক্ষর 2 এবং জয়ন্ত 1 উইকেট নেন ৷ যেখানে কিউয়িদের হয়ে সর্বোচ্চ 17 রান করেন কাইল জেমিসন ৷ এর পর সর্বোচ্চ 10 রান ছিল অধিনায়ক টম ল্যাথামের ৷ তবে, 263 রানে পিছিয়ে থাকা কিউয়িদের ফলো অন করাননি বিরাট ৷ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওপেনারদের সেঞ্চুরি পার্টনারশিপ এবং মিড অর্ডারের সহযোগিতায় ভারত 7 উইকেট হারিয়ে 276 রান তোলে ৷ সেই সঙ্গে নিউজিল্যান্ডকে 540 রানের টার্গেট দেয় ভারত ৷

আরও পড়ুন : IND vs NZ Mumbai Test : দ্বিতীয় ইনিংসে 276/7 ডিক্লেয়ার ভারতের, 540 রানের টার্গেট কিউয়িদের

দ্বিতীয় ইনিংসে 540 রান তাড়া করতে নেমে দুই ওপেনার টম ল্যাথাম এবং উইল ইয়ং ওয়াংখেড়ের বাউন্সি উইকেটে নিজেদের ডিফেন্সে আস্থা রাখেন ৷ বিশেষ করে উইল ইয়ং ৷ তবে, সেই ডিফেন্সও ভেঙে যায় অশ্বিনের স্পিনের সামনে ৷ মাত্র 15 বল খেলে 6 রানে আউট হন অধিনায়ক টম ল্যাথাম ৷ এর পর একে একে উইল ইয়ং এবং রস টেলরেকে প্যাভিলিয়নে ফেরান অশ্বিন ৷ নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় ইনিংসে একমাত্র সফল ব্যাটার ছিলেন ডারেল মিচেল (92 বলে 62 রান) ৷ তবে, চতুর্থ দিন সকালে জয়ন্ত যাদবের ঘূর্ণিতে বেসামাল হয়ে যায় কিউয়িরা ৷ গতকালের 140’র সঙ্গে মাত্র 27 রান যোগ করে তারা ৷ দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে 150 ও দ্বিতীয় ইনিংসে 62 রান করার সুবাদে ম্যাচের সেরা হয়েছেন ময়ঙ্ক আগরওয়াল ৷ অন্যদিকে, বলের পাশাপাশি ব্যাটেও অবদান রাখার জন্য সিরিজ সেরা হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ৷

Last Updated : Dec 6, 2021, 11:46 AM IST

ABOUT THE AUTHOR

...view details