মোহালি, 4 মার্চ : টেস্ট অধিনায়ক হিসেবে টস জিতেই পথচলা শুরু হল রোহিত গুরুনাথ শর্মার ৷ মোহালিতে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক (India win the toss and elect to bat first at Mohali) ৷ ঘটনাচক্রে টেস্ট অধিনায়ক হিসেবে রোহিতের প্রথম টেস্ট প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির শততম টেস্ট ম্যাচ (Virat Kohli is playing his 100th test match) ৷ স্বাভাবিকভাবেই এই টেস্ট ম্য়াচ ঘিরে বাড়তি আবেগ কাজ করছে ক্রিকেটারদের মধ্যে ৷ সেটা টস জেতার পর অধিনায়কের বক্তব্যেই স্পষ্ট ৷
"একশো টেস্ট ম্য়াচ খেলা মুখের কথা নয়, সবাই সেটা পারে না ৷" প্রাক্তন অধিনায়কত্বের কৃতিত্ব প্রসঙ্গে বলেন রোহিত ৷ একইসঙ্গে লাল বলের ক্রিকেটে দেশকে প্রথমবার নেতৃত্ব দিতে পেরে গর্বিত মুম্বইকর বলেন, "এটা আমার কাছে ভীষণ সম্মানের ব্যাপার ৷ আমি কখনও ভাবিনি দেশকে নেতৃত্ব দেব ৷ মাঠে নামতে মুখিয়ে রয়েছি ৷" দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম টেস্টে তিন স্পিনার এবং দুই পেসারেই স্ট্র্যাটেজি সাজাল টিম ম্যানেজমেন্ট (India playing with three spinners and two seamers) ৷