ত্রিনিদাদ, 23 জুলাই:ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরুটাই হল টানটান উত্তেজনার মধ্যে দিয়ে ( WI vs IND 1st ODI) ৷ আর উত্তেজনাপূর্ণ প্রথম একদিনের ম্যাচে জয় দিয়ে শুরু করল ভারতীয় দল ৷ রোহিত, বিরাট, বুমরাদের ছাড়াই অধিনায়ক শিখর ধাওয়ানের নেতৃত্বে 3 রানে ক্যারিবিয়ানদের হারাল ভারত (India Win Over West Indies in 1st ODI by Three Runs in Trinidad) ৷ ম্যাচে সেরা হয়েছেন অধিনায়ক শিখর ধাওয়ান (99 বলে 97 রান) ৷
এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান ৷ কিন্তু, পোর্ট অফ স্পেনের পাটা উইকেটে তা ক্যারিবিয়ানদের কাছেই বুমেরাং হয়ে যায় ৷ শিখর ধাওয়ানের 97, শুভমানের 64 এবং শ্রেয়স আইয়ারের 54 রানের ইনিংসে ভর করে ভারত 7 উইকেট হারিয়ে 308 রান তোলে ৷ জবাবে 305 রানে থেমে যায় ক্যারিবিয়ানদের ইনিংস ৷ তবে, এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিয়ান পাওয়ার হিটিংয়ের সামনে কিছুটা হলেও নড়বড়ে দেখিয়েছে ভারতীয় বোলিংকে ৷
টস হেরে ব্যাটিং করা এ দিন কিছুটা হলেও শাপে বর হয় শিখরের কাছে ৷ কারণ, টসে দুই অধিনায়কই জানান, তাঁরা বোলিং করতে চান ৷ কিন্তু, পোর্ট অফ স্পেনের উইকেট পাটা হলেও, পুরনো বলে বড় শট খেলা কঠিন হয়ে দাঁড়িয়েছিল ৷ এদিন ভারতীয় দুই ওপেনার শিখর এবং শুভমান প্রথম উইকেটে 119 রানের পার্টনারশিপ করেন ৷ দ্বিতীয় উইকেটেও শিখর এবং শ্রেয়স 94 রান তোলেন ৷ শিখরকে এ দিন তাঁর কেরিয়ারের 18তম সেঞ্চুরি থেকে মাত্র 3 রান দূরে থামিয়ে দেন বাঁ-হাতি ক্যারিবিয়ান স্পিনার গুডাকেশ মোটিয়ে ৷