নয়াদিল্লি, 19 ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে 6 উইকেটে জয় ভারতের (India Win by 6 Wickets in Delhi Test) ৷ স্পিনারদের দাপুটে বোলিংয়ের পর, রোহিত-বিরাট-পূজারার মিলিত প্রচেষ্টায় দ্বিতীয় ইনিংসে 115 রানের লক্ষ্য পার করল ভারত ৷ এই জয়ের ফলে চার টেস্টের সিরিজে ভারত 2-0 এগিয়ে গেল ৷ একইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেল রোহিত শর্মার দল ৷ দুই ইনিংস মিলিয়ে 10 উইকেট নিয়ে ম্যাচের সেরা রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ৷
তৃতীয় দিন সকালে অস্ট্রেলিয়া 1 উইকেটে 61 রান থেকে ইনিংস শুরু করে ৷ কিন্তু, রবিচন্দ্রন অশ্বিন এবং বিশেষ করে রবীন্দ্র জাদেজার স্পিনের সামনে অসহায় আত্মসমর্পণ করে অজি ব্যাটাররা ৷ দ্বিতীয় ইনিংসে রবীন্দ্র জাদেজা তাঁর টেস্ট কেরিয়ারের বেস্ট বোলিং করলেন ৷ 42 রান দিয়ে 7 উইকেট নিয়েছেন তিনি ৷ অন্যদিকে, রবিচন্দ্রন অশ্বিন 59 রান দিতে 3 উইকেট পেয়েছেন ৷ ভারতের সামনে দ্বিতীয় ইনিংসে 115 রানের টার্গেট দিয়েছিল অজিরা ৷