হারারে, 22 অগস্ট: প্রত্য়াশামতোই জিম্বাবোয়েকে তাদের ঘরের মাঠে ক্লিন সুইপ করে দেশে ফিরছে ভারতীয় দল ৷ দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজ মুঠোয় পুরে নেওয়া 'মেন ইন ব্লু' সোমবার হারারেতে নেমেছিল হোম টিমকে ক্লিন সুইপ করতে ৷ সেই লক্ষ্যে সফল হলেও প্রথম দু'ম্যাচের মত এদিন শিখর ধাওয়ান নেতৃত্বাধীন দলের জয় সহজে আসেনি ৷ সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান-ডে ম্যাচে ভারত জিতল মাত্র 13 রানে (India win by 13 runs to complete clean sweep Zimbabwe) ৷ সৌজন্যে শুভমান গিলের পয়লা আন্তর্জাতিক শতরান (Shubman Gill scores his maiden ton in international cricket) ৷
প্রথম দু'ম্যাচে রান তাড়া করে জিতলেও নিয়মরক্ষার ম্যাচে এদিন টস জিতে প্রথমে ব্য়াটিং'য়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শিখর ধাওয়ান ৷ গিলের 97 বলে 130 (15টি চার, একটি ছয়) এবং ঈশান কিষাণের 50 রানের সৌজন্যে 8 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 289 রান তোলে সফরকারী ভারতীয় দল ৷ মাত্র 82 বলে কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক শতরান আসে গিলের ব্য়াটে ৷ 40 রান করেন অধিনায়ক ধাওয়ান ৷