পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IND vs NZ T-20I: টাই বৃষ্টি বিঘ্নিত তৃতীয় ম্যাচ টি-20, 1-0 ফলাফলে সিরিজ ভারতের - New Zealand

ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টি-20 ম্যাচ টাই ৷ ফলে 1-0 ফলে সিরিজ নিজেদের নামে করলেন হার্দিক পান্ডিয়ারা (India Win 3 Match Series Against New Zealand) ৷ প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে কিউয়িদের পর্যদুস্ত করে টিম ইন্ডিয়া ৷ মঙ্গলবার তৃতীয় ম্যাচ বৃষ্টিতে টাই হওয়া সিরিজ জিতে নেয় ভারত ৷

india-win-3-match-series-against-new-zealand-after-3rd-t20i-tie-due-to-rain
india-win-3-match-series-against-new-zealand-after-3rd-t20i-tie-due-to-rain

By

Published : Nov 22, 2022, 5:26 PM IST

Updated : Nov 22, 2022, 6:03 PM IST

নেপিয়ার, 22 নভেম্বর: টাই হল ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টি-20 ম্যাচ ৷ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডার্কওয়ার্থ-লুইস নিয়মে দুই দলের স্কোর সমান থাকায় ম্যাচ টাই হয়েছে (3rd T20I Tie Due to Rain) ৷ সেই সঙ্গে ভারত তিন ম্যাচের টি-20 সিরিজ 1-0 জিতে নিল (India Win 3 Match Series Against New Zealand) ৷ এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউয়ি অধিনায়ক টিম সাউদি ৷ কিউয়ি ব্যাটাররা এদিন শুরুটা ভালোই করেছিলেন ৷ 130 রানে 2 উইকেট থেকে 160 রানে অল-আউট হয়ে যায় ৷ দ্বিতীয় ইনিংসে 4 উইকেট হারিয়ে ভারত 75 রান তোলে ৷ কিন্তু, বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায় ৷ পরে আর খেলা শুরু করা যায়নি ৷ ডার্কওয়ার্থ-লুইস নিয়মে ম্যাচের ফল টাই হয় ৷ তিন ম্যাচের সিরিজ 1-0 জিতে নিল ভারত ৷

এদিন নিউজিল্যান্ডের হয়ে হাফ-সেঞ্চুরি করেছেন ডেভন কনওয়ে (59) এবং গ্লেন ফিলিপ্স (54) ৷ এর বাইরে কোনও ব্যাটারই বড় রান করতে পারেননি ৷ নিউজিল্যান্ডের শেষ 8 উইকেট মাত্র 30 রানে পড়ে ৷ ভারতের হয়ে 4টি করে উইকেট নেন মহম্মদ সিরাজ এবং অর্শদীপ সিং ৷ হর্ষল প্যাটেল 1টি উইকেট নিয়েছেন ৷

আরও পড়ুন:মূলপর্বে 20টি দেশ নিয়ে নতুন ফরম্যাটে 2024 টি-20 বিশ্বকাপ

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয় দুই ওপেনারের কেউ এদিন রান পাননি ৷ ঈশান কিষাণ মাত্র 10 রানে আউট হন ৷ ঋষভ পন্থ 11 রানে সাউদির শিকার হয়েছেন ৷ শ্রেয়স আইয়ার প্রথম বলে সাউদির শিকার হন ৷ সূর্যকুমার যাদবও এদিন রান পাননি ৷ মাত্র 10 বলে 13 রানে মিড উইকেট বাউন্ডারি লাইনে আউট হন ৷ অধিনায়ক হার্দিক পান্ডিয়া 18 বলে 30 রানে নট-আউট থাকেন ৷ দীপ হুডা 9 বলে 9 রান করেছেন ৷ বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে জয়ের জন্য ভারতের দরকার ছিল 9 ওভারে 76 রান ৷ কিন্তু 9 ওভারে হার্দিক পান্ডিয়ার দল চার উইকেট হারিয়ে 75 রান তোলায় ম্যাচ টাই হয়ে যায় ৷ তবে ম্যাচের সেরা হয়েছেন মহম্মদ সিরাজ ৷ আর সিরিজ সেরা সূর্যকুমার যাদব ৷

Last Updated : Nov 22, 2022, 6:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details