আমেদাবাদ, 6 ফেব্রুয়ারি :রোহিত শর্মার চওড়া ব্যাটে 1000তম ওয়ান ডে'তে ‘ক্যারিবিয়ান বধ’ ভারতের ৷ জেসন হোল্ডারদের দেওয়া 176 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভাল শুরু করেছিল রোহিত-কিষান জুটি ৷ ব্যক্তিগত 60 রানের মাথায় প্যাভিলিয়নে ফিরলেও জয়ের মঞ্চ গড়ে দিয়ে যান মুম্বইকর ৷ শেষপর্যন্ত 28 ওভারে 4 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত (India beat West Indies by 6 wickets) ৷
ক্যাপ্টেন্সি ছাড়ার পরে এই ম্যাচে শুধুমাত্র ব্যাটার হিসেবে মাঠে নেমেছিলেন কোহলি ৷ যদিও ফের একবার রান করতে ব্যর্থ বিরাট ৷ মাত্র 8 রান করেই ক্রিজ ছাড়লেন দেশের সদ্য প্রাক্তন অধিনায়ক ৷ ওপেনিংয়ে নেমে বড় রান করতে পারেননি ঈশান কিষানও ৷ 28 রান করে অ্যালেনের তালুবন্দী হয়ে ফেরেন তিনি ৷ মাত্র 11 রান করে রান আউট হন ঋষভ পন্থও ৷