পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

India vs Australia 3rd ODI: মার্শ-স্মিথ-ওয়ার্নারদের দাপটে কোণঠাসা ভারত, 27 ওভারে 200 পেরিয়ে গেল অস্ট্রেলিয়া

Team India's Last Competitive ODI Before World Cup: বিশ্বকাপের আগে দলের চূড়ান্ত শক্তি পরীক্ষা করতে নামছে ভারত ৷ তাই দলের সিনিয়র ক্রিকেটারদের কামব্যাকের সঙ্গেই শেষবার ক্রিকেটারদের পরীক্ষা করে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট ৷

Image Courtesy: Twitter/X
Image Courtesy: Twitter/X

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2023, 1:06 PM IST

Updated : Sep 27, 2023, 3:39 PM IST

রাজকোট, 27 সেপ্টেম্বর: ভারতের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস অস্ট্রেলিয়ান টপ-অর্ডারের ৷ মাত্র 27 ওভারে 1 উইকেট হারিয়ে 202 রান তুলে নিল অজিরা ৷ ভারতের দুই স্পিনার বাদে, তিন পেসার বুমরা, সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণার বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং করলেন ডেভিড ওয়ার্নার (56), মিচেল মার্শ এবং স্টিভ স্মিথরা ৷ ওয়ার্নার প্রসিদ্ধ কৃষ্ণার বলে মাত্র 34 বলে 56 রান করে আউট হন ৷ এর পর মিচেল মার্শও হাফ-সেঞ্চুরি করে ফেলেছেন ৷ সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক স্টিভ স্মিথ ৷

আজকের ম্যাচ মূলত বিশ্বকাপে প্রবেশের আগে প্রথম একাদশের মূল ক্রিকেটারদের শেষবারের মতো ঝালিয়ে নিচ্ছে টিম ম্যানেজমেন্ট ৷ কিন্তু, রবিচন্দ্রন অশ্বিনকে বসিয়ে ওয়াশিংটন সুন্দরকে প্রথম একাদশে রাখার কারণ এখনও স্পষ্ট নয় ৷ বিশেষত, রোহিতের গতকালের বক্তব্যের পর, আজকের এই বদল নিয়ে প্রশ্ন উঠছে ৷ মঙ্গলবার সাংবাদিক বৈঠকে রোহিত বলেছিলেন, ‘‘রবিচন্দ্রন অশ্বিনের অভিজ্ঞতা এবং তাঁর বোলিংয়ের নয়া বৈচিত্র্যকে দল ব্যবহার করতে চায় ৷ তাই সুযোগ থাকলে অশ্বিনকে বিশ্বকাপের 15 জনের দলে নেওয়া হবে ৷’’

আরও পড়ুন:বিশ্বকাপে বুমরা-শামি-সিরাজ পেস ব্যাটারিতে আস্থা গায়কোয়াড়ের

সেখানে বিশ্বকাপের প্রস্তুতির আগে শেষবার কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে নামছে ভারত ৷ সেখানে বহুবছর পর ভারতীয় ওয়ান-ডে দলে আসা অশ্বিনকে নিয়মরক্ষার ম্যাচে বাইরে রাখা হল ৷ অন্যদিকে, এই সিরিজের প্রথম দুই ম্যাচে বিশ্রামে ছিলেন হার্দিক পান্ডিয়া ৷ তৃতীয় ম্যাচে প্রাথমিক দলে এলেও, ম্যাচে কেন খেলছেন না তিনি ? তারও কোনও কারণ স্পষ্ট করেনি টিম ম্যানেজমেন্ট ৷ তবে, টস হারলেও রোহিত শর্মা জানান, ভারত আগে ফিল্ডিং করতে চেয়েছিল ৷ ফ্লাড-লাইটে রাজকোটের পিচে রান তাড়া করা অনেক সহজ হবে বলে মনে করছে দল ৷

আরও পড়ুন:এশিয়াডে যুবরাজ-রোহিতদের নজির ভেঙে নয়া বিশ্বরেকর্ড নেপালের ব্যাটারদের

এ দিন অস্ট্রেলিয়া দলেও একাধিক বদল করা হয়েছে ৷ তাদের দলের প্রধান দুই ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল, মিটেল মার্শ, মিচেল স্টার্ক কামব্যাক করেছেন ৷ অন্যদিকে, লেগ-স্পিনার অ্যাডাম জাম্পাকে বিশ্রাম দেওয়া হয়েছে ৷ বদলে আরেক লেগ-স্পিনার তনবীর সাঙ্গাকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়েছে ৷

Last Updated : Sep 27, 2023, 3:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details