রাজকোট, 27 সেপ্টেম্বর: ভারতের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস অস্ট্রেলিয়ান টপ-অর্ডারের ৷ মাত্র 27 ওভারে 1 উইকেট হারিয়ে 202 রান তুলে নিল অজিরা ৷ ভারতের দুই স্পিনার বাদে, তিন পেসার বুমরা, সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণার বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং করলেন ডেভিড ওয়ার্নার (56), মিচেল মার্শ এবং স্টিভ স্মিথরা ৷ ওয়ার্নার প্রসিদ্ধ কৃষ্ণার বলে মাত্র 34 বলে 56 রান করে আউট হন ৷ এর পর মিচেল মার্শও হাফ-সেঞ্চুরি করে ফেলেছেন ৷ সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক স্টিভ স্মিথ ৷
আজকের ম্যাচ মূলত বিশ্বকাপে প্রবেশের আগে প্রথম একাদশের মূল ক্রিকেটারদের শেষবারের মতো ঝালিয়ে নিচ্ছে টিম ম্যানেজমেন্ট ৷ কিন্তু, রবিচন্দ্রন অশ্বিনকে বসিয়ে ওয়াশিংটন সুন্দরকে প্রথম একাদশে রাখার কারণ এখনও স্পষ্ট নয় ৷ বিশেষত, রোহিতের গতকালের বক্তব্যের পর, আজকের এই বদল নিয়ে প্রশ্ন উঠছে ৷ মঙ্গলবার সাংবাদিক বৈঠকে রোহিত বলেছিলেন, ‘‘রবিচন্দ্রন অশ্বিনের অভিজ্ঞতা এবং তাঁর বোলিংয়ের নয়া বৈচিত্র্যকে দল ব্যবহার করতে চায় ৷ তাই সুযোগ থাকলে অশ্বিনকে বিশ্বকাপের 15 জনের দলে নেওয়া হবে ৷’’
আরও পড়ুন:বিশ্বকাপে বুমরা-শামি-সিরাজ পেস ব্যাটারিতে আস্থা গায়কোয়াড়ের