মুম্বই, 26 জুন : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ ৷ এবার ভারতের নজরে ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টেস্ট সিরিজ় ৷ অগস্টের 4 তারিখ থেকে শুরু হতে চলা সিরিজ়ের প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় দল ৷ তবে এর জন্য কোনও ইংল্যান্ডের দলের বিরুদ্ধে নয়, নিজেদের মধ্যই প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত ৷ কারণ করোনা বিধির জন্যে স্থানীয় কোনও দল ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলবে না বলে জানিয়ে দিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ৷
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগেও নিজেদের মধ্যে দল তৈরি করে প্রস্তুতি সারে ভারত ৷ অন্যদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় খেলে নিউজ়িল্যান্ড ৷ তবে ইংল্যান্ডের কোনও স্থানীয় দলের বিরুদ্ধে ভারতের প্রস্তুতি ম্যাচ না খেলার প্রধান কারণ অবশ্য করোনা ভাইরাস ৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে একাধিকবার প্রস্তুতি ম্যাচ খেলার ব্যবস্থা করার জন্য বলা হয়েছে ৷ কিন্তু প্রতিবারই তা খারিজ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ৷