মুম্বই, 9 অগস্ট : 13 বছর পর ফের অলিম্পিকসের মঞ্চে বেজেছে জাতীয় সঙ্গীত ৷ সাত সাতটি পদক নিয়ে ফিরছেন দেশের অ্যাথলিটরা ৷ পদক জয়ীদের নিয়ে দেশবাসীর আবেগ ঝরে পড়েছে ৷ দেখেশুনে অলিম্পিকসে ক্রিকেট খেলতে আগ্রহী হয়ে উঠেছে বিসিসিআই ৷ বোর্ড সচিব জয় শাহ বলেছেন, অলিম্পিকসে ক্রিকেটের অন্তর্ভুক্তি হলেই দেশের মহিলা ও পুরুষ উভয় দল অংশ নেবে ৷
120 বছর আগে অলিম্পিকসে শেষবার ক্রিকেট খেলা হয়েছিল ৷ 1900 সালের পর এই ক্রীড়া মহাযজ্ঞে ব্যাটে-বলের ঠোকাঠুকি শোনা যায়নি ৷ কারণ বিশ্বের মাত্র 12টি দেশ ক্রিকেট খেলে থাকে ৷ কিন্তু সেই পরিস্থিতির পরিবর্তন হতে চলছে এবার ৷ 2008 সাল থেকে অলিম্পিকসে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়ে আইসিসি-র সঙ্গে কথাবার্তা চালাচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ৷ 2028 সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকসে ক্রিকেটের অন্তর্ভুক্তি হওয়ার জোর সম্ভাবনা ৷ আর তাতেই আশায় বুক বেঁধেছেন দেশের ক্রীড়াপ্রেমীরা ৷