পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

India vs Australia 1st ODI: শামির পাঁচ উইকেট, বাংলার পেস-স্টারের দাপটে তিনশোর আগেই গুটিয়ে গেল অজিরা - India will Chase Against Australia

India will Chase Against Australia in 1st ODI: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান-ডে ম্যাচে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক কেএল রাহুল ৷ একাধিক সিনিয়র ক্রিকেটারকে সিরিজের প্রথম দুই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে ৷

Image Courtesy: BCCI Twitter/X
Image Courtesy: BCCI Twitter/X

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2023, 1:35 PM IST

Updated : Sep 22, 2023, 10:57 PM IST

মোহালি, 22 সেপ্টেম্বর: শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত খেলেছিলেন মহম্মদ সিরাজ ৷ এবার অজিদের বিরুদ্ধে বিধ্বংসী মহম্মদ শামি ৷ বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে সফল দলের ব্যাটিং লাইন-আপকে কার্যত নাচালেন বাংলার পেসার ৷ অজিদের বিরুদ্ধে পাঁচ উইকেট নিলেন শামি ৷ এশিয়া কাপে দলে থাকলেও গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে ছিলেন না ৷ মাঠে ফিরেই বিশ্বকাপের একাদশ নিয়ে টিম ম্যানেজমেন্টের থিঙ্কট্যাঙ্কের কাজ বাড়িয়ে দিলেন বাংলার পেস-স্টার ৷ এই নিয়ে কেরিয়ারে দ্বিতীয়বার পাঁচ উইকেট নিলেন শামি ৷

এশিয়া কাপে ভুগিয়েছিল বৃষ্টি ৷ এবার ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজেও কাঁটা সেই বৃষ্টি ৷ মোহালিতে 35 ওভারের পর বৃষ্টির দাপটে বন্ধ হয়ে গিয়েছিল প্রথম ওডিআই ৷ যদিও শেষ পর্যন্ত বৃষ্টির দাপট পেড়িয়ে লড়াকু স্কোর অজিদের ৷ 50 ওভারে 276 রানে অল-আউট হয়ে গেল ‘কামিন্স অ্যান্ড কোং’ ৷

খারাপ ফিল্ডিংয়ের দৌলতে ব্যর্থ শামি-বুমরাদের সব প্রয়াস ৷ প্রাথমিক ধাক্কা সামলে 20 ওভার শেষে 3 উইকেট হারিয়ে একশোর রানের গণ্ডি পেরিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া ৷ এ দিন ম্যাচের প্রথম ঘণ্টায় জঘন্য ফিল্ডিংয়ের প্রদর্শনী দেখা গেল ভারতীয় ক্রিকেটাদের ৷ শুরুটা করেন স্ট্যান্ডবাই অধিনায়ক কেএল রাহুল ৷ মহম্মদ শামির বলে উইকেটের পিছনে ক্যাচ যেমন ফেললেন, তেমনি বাইয়ে বাউন্ডারিও দিলেন ৷ শার্দূল ঠাকুরের বলে পয়েন্টে ডেভিড ওয়ার্নারের ক্যাচ ফেলেন শ্রেয়স আইয়ার ৷ তিনি 53 বলে 52 রান করে রবীন্দ্র জাদেজার শিকার হন ৷

এদিন অস্ট্রেলিয়ার ইনিংসের প্রথম ওভারেই মিচেল স্টার্ককে ফার্স্ট স্লিপে ক্যাচ আউট করান মহম্মদ শামি ৷ তার পর অস্ট্রেলিয়ার উপপ চাপটা ভালোই তৈরি করেছিলেন শামি এবং জসপ্রীত বুমরা ৷ কিন্তু, শামি ও শার্দূলের বলে ওয়ার্নারের দু’টি ক্যাচ ফেলে চাপটা নিজেদের উপরে নিয়ে আসে ভারত ৷ ওয়ার্নার আউট হওয়ার পর স্টিভ স্মিথের উইকেট নেন মহম্মদ শামি ৷ কিন্তু, ক্যামরন গ্রিনের সহজ রান-আউটের সুযোগ মিস করেন কেএল রাহুল ৷ অন্যদিকে, ওয়ান-ডে ম্যাচে প্রত্যাবর্তনের শুরুটা খুব একটা ভালো হয়নি রবিচন্দ্র অশ্বিনের ৷ তিনি প্রথম 5 ওভারে 30 রান খরচ করেছেন ৷

আরও পড়ুন:ওয়ান-ডে ক্রিকেটে বদলেছে স্পিন বোলিংয়ের চরিত্র, প্রত্যাবর্তনে জানালেন অশ্বিন

অন্যদিকে, চোট সারিয়ে কামব্যাক করা স্টিভ স্মিথ শুরুর দিকে রান না পেলেও, ধীরে ধীরে নিজের পুরনো ছন্দ ফিরে পেয়েছেন ৷ আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান-ডে ম্যাচে টস জিত ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কেএল রাহুলের ৷ রান তাড়া করে জেতার ক্ষেত্রে মোহালির মাঠে রেকর্ড রয়েছে ৷ সেই বিষয়টিকে মাথায় রেখে এবং মোহালিতে মরশুমের প্রথম ম্যাচে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ভারতের স্ট্যান্ডবাই অধিনায়ক ৷ এশিয়া কাপে হওয়া ব্যাক স্প্যান সারিয়ে প্রথম একাদশে ফিরেছেন শ্রেয়স আইয়ার ৷

আরও পড়ুন:‘ব্লু-প্রিন্ট কষেই বিশ্রামে রোহিত-কোহলি’, বিশ্বকাপের আগে বড় বার্তা দ্রাবিড়ের

আজকের ম্যাচে মহম্মদ সিরাজকে বিশ্রাম দিয়ে মহম্মদ শামিকে প্রথম ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে ৷ যেখানে প্রথম স্পেলে 4 ওভারে একটি মেডেন-সহ 16 রান দিয়ে 1 উইকেট নিয়েছে তিনি ৷ বুমরাও প্রথম স্পেলে অসাধারণ বোলিং পারফর্ম্যান্স করেছেন ৷ এই ম্যাচে শুভমনের সঙ্গে দ্বিতীয় ওপেনার হিসেবে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড় ৷

Last Updated : Sep 22, 2023, 10:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details