পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

India vs West Indies 2nd Test: পরিকাঠামোহীন ত্রিনিদাদে বৃষ্টির বলি দ্বিতীয় টেস্ট, দুরন্ত পারফর্ম্যান্সে সিরিজ ভারতের - বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

Rain Sacrifices 2nd Test in Infrastructure-Deprived Trinidad: ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত দ্বিতীয় টেস্টের ফলাফল বেরল না ৷ তাও আবার বৃষ্টি এবং মাঠের খারাপ নিকাশি ব্যবস্থার জেরে ৷ যেখানে বৃষ্টি থেমে গেলেও, মাঠের জল বের করতে গিয়ে অত্যধিক সময় নষ্ট হয়ে যায় ৷ ফলে ফের বৃষ্টি আসায়, খেলা পুরোপুরি ভেস্তে যায় ৷

India vs West Indies 2nd Test ETV BHARAT
India vs West Indies 2nd Test

By

Published : Jul 25, 2023, 10:36 AM IST

পোর্ট অফ স্পেন, 25 জুলাই: বৃষ্টির বলি আরও একটা টেস্ট ম্যাচ ৷ এবার ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত দ্বিতীয় টেস্ট বৃষ্টির কারণে অমীমাংসিত থেকে গেল ৷ পোর্ট অফ স্পেনে রাতভর এবং সকালের টানা বৃষ্টির জেরে পঞ্চমদিনে একটি বল খেলা গেল না ৷ তবে, মাঠের এর জন্য মাঠের নিকাশি ব্যবস্থাও অনেকটাই দায়ী ৷ বৃষ্টি থেমে যাওয়ার পরেও 3 ঘণ্টার উপর সময় লেগে গেল মাঠ শুকোতে ৷ ততক্ষণে ফের বৃষ্টি নেমে যায় ৷ বৃষ্টি বিঘ্নিত এই টেস্ট সিরিজের 0-1 ফলাফলে জিতে নিল ভারত ৷ ম্যাচের সেরা হয়েছেন মহম্মদ সিরাজ এবং সিরিজ সেরা যশস্বী জয়সওয়াল ৷

তবে, এভাবে ম্যাচ ড্র হলে, তার প্রভাব বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলে অবশ্যই পড়বে ৷ বিশেষত, যে ম্যাচগুলিতে ফলাফলের সম্ভাবনা প্রবল সেই ম্যাচগুলি এভাবে ভেস্তে গেলে পরবর্তী সময়ে ফাইনালের দৌড়ে পিছিয়ে পড়ার একটা সম্ভাবনা থেকেই যায় ৷ আর ভারতীয় দলের উপরেও যে ত্রিনিদাদ টেস্ট ভেস্তে যাওয়ার প্রভাব পড়বে না, তা কে বলতে পারে ? যেখানে ভারতের সামনে এই টেস্টে জয়ের একটা সমূহ সম্ভাবনা ছিল ৷ সেখানে তৃতীয়দিন ও চতুর্থদিনে বৃষ্টির জন্য অনেকগুলি ওভারের খেলা নষ্ট হয়েছে ৷ এরপর পঞ্চমদিনে খেলা শুরুই করা গেল না ৷

তবে, এর জন্য শুধু বৃষ্টিকে দায়ী করাও ভুল হবে ৷ 2023 সালে দাঁড়িয়েও কেন একটা আন্তর্জাতিক তকমা পাওয়া ক্রিকেট মাঠের পরিকাঠামো উন্নত নয় ? সেই প্রশ্নটাও উঠছে ৷ বৃষ্টির কারণে যত না ম্যাচ শুরু করা যায়নি ৷ তত বেশি মাঠের বেহাল নিকাশি ব্যবস্থার কারণে পঞ্চমদিনের খেলা পুরোপুরি ভেস্তে যায় ৷ মধ্যাহ্নভোজের বিরতি কিছুটা আগেই নেওয়া হয়েছিল গতকাল ৷ মূলত বৃষ্টির কারণেই ৷ কিন্তু, মধ্যাহ্নভোজের বিরতির মাঝেই বৃষ্টি থেমে গিয়েছিল ৷ তা সত্ত্বেও ম্যাচ শুরু করা যায়নি ভেজা আউট ফিল্ডের কারণে ৷ তা না হলে সারাদিনে সবমিলিয়ে দেড় সেশনের খেলা হতেই পারত ৷

আরও পড়ুন:প্রথম টেস্ট উইকেটের পর 'বিরাট আলিঙ্গন' স্বর্গীয় অনুভূতি, জানালেন মুকেশ

এ নিয়ে মাঠে উপস্থিত ভারতীয় ধারাভাষ্যকারদের মধ্যেও ক্ষোভ দেখা যায় ৷ কেন একটা টেস্ট ম্যাচ খেলার মাঠে নিকাশি ব্যবস্থা বাবা আদমের জমানার হবে ? কেন মাঠে একটিও সুপার-সপার নেই পোর্ট অফ স্পেনের এই মাঠে ? কেনই বা গ্রাউন্ড-কভার নেই ? এই সব প্রশ্নগুলি উঠতে শুরু করেছে ৷ আরও বড় প্রশ্ন, পরিকাঠামোর অভাব থাকা মাঠগুলিকে কেন আইসিসি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের অনুমোদন দিচ্ছে ?

ABOUT THE AUTHOR

...view details