পোর্ট অফ স্পেন, 25 জুলাই: বৃষ্টির বলি আরও একটা টেস্ট ম্যাচ ৷ এবার ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত দ্বিতীয় টেস্ট বৃষ্টির কারণে অমীমাংসিত থেকে গেল ৷ পোর্ট অফ স্পেনে রাতভর এবং সকালের টানা বৃষ্টির জেরে পঞ্চমদিনে একটি বল খেলা গেল না ৷ তবে, মাঠের এর জন্য মাঠের নিকাশি ব্যবস্থাও অনেকটাই দায়ী ৷ বৃষ্টি থেমে যাওয়ার পরেও 3 ঘণ্টার উপর সময় লেগে গেল মাঠ শুকোতে ৷ ততক্ষণে ফের বৃষ্টি নেমে যায় ৷ বৃষ্টি বিঘ্নিত এই টেস্ট সিরিজের 0-1 ফলাফলে জিতে নিল ভারত ৷ ম্যাচের সেরা হয়েছেন মহম্মদ সিরাজ এবং সিরিজ সেরা যশস্বী জয়সওয়াল ৷
তবে, এভাবে ম্যাচ ড্র হলে, তার প্রভাব বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলে অবশ্যই পড়বে ৷ বিশেষত, যে ম্যাচগুলিতে ফলাফলের সম্ভাবনা প্রবল সেই ম্যাচগুলি এভাবে ভেস্তে গেলে পরবর্তী সময়ে ফাইনালের দৌড়ে পিছিয়ে পড়ার একটা সম্ভাবনা থেকেই যায় ৷ আর ভারতীয় দলের উপরেও যে ত্রিনিদাদ টেস্ট ভেস্তে যাওয়ার প্রভাব পড়বে না, তা কে বলতে পারে ? যেখানে ভারতের সামনে এই টেস্টে জয়ের একটা সমূহ সম্ভাবনা ছিল ৷ সেখানে তৃতীয়দিন ও চতুর্থদিনে বৃষ্টির জন্য অনেকগুলি ওভারের খেলা নষ্ট হয়েছে ৷ এরপর পঞ্চমদিনে খেলা শুরুই করা গেল না ৷