কলকাতা, 18 ফেব্রুয়ারি : ক্যারিবিয়ানদের বিরুদ্ধে আজ ইডেনে দ্বিতীয় টি-20 ম্যাচ খেলতে নামবে ভারত (India vs West Indies 2nd T20 Preview) ৷ তার আগে দলের ব্যাটিং নিয়ে কিছুটা চিন্তিত টিম ম্যানেজমেন্ট ৷ বিশেষ করে দ্বিতীয় ওপেনার নিয়ে ৷ কারণ, অধিনায়ক রোহিত শর্মা ছন্দে থাকলেও প্রথম টি-20-তে মোটেই স্বচ্ছন্দ দেখায়নি বাঁ হাতি ঈশান কিষাণকে ৷ যা সবচেয়ে বড় মাথা ব্যাথা ভারতীয় দলের কাছে (Top Order Batting is Main Concern for Indian Team Management) ৷ পাশাপাশি ভাল শুরু করেও রান পাচ্ছেন না বিরাট কোহলি ৷ যা নিয়ে প্রকাশ্য না বললেও, টিমের থিঙ্ক ট্যাঙ্কের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে ৷
ওয়ান’ডে সিরিজ 3-0 জিতে, ইডেনে টি-20 সিরিজও জয় দিয়ে শুরু করেছেন রোহিত শর্মারা ৷ কিন্তু, প্রথম ম্যাচে মিডল অর্ডারের ব্যাটিং আবারও চিন্তার কারণ হয়ে দাঁড়াল ভারতের কাছে ৷ আর এ বার সঙ্গে জুড়েছে ওপেনিংয়ের সমস্যা ৷ আগের ম্যাচে অধিনায়ক রোহিতের সঙ্গে ওপেন করেন ঈশান ৷ একদিকে রোহিতের যখন আক্রমণাত্মক ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা নাজেহাল ৷ তখন উল্টোদিকে ঠিক মতো ব্যাটে বলে করতে হিমশিম খেতে হচ্ছিল ঈশান কিষাণকে ৷ মাঝে স্পিনার আকিল হুসেনের একটি ওভারে ভাল খেললেও ৷ বাকি বোলারদের সামনে 42 বলে 35 রানের ইনিংসে নিজের ছন্দে ছিলেন না তিনি ৷ যা নিয়ে ম্যাচ শেষে মাঠের মধ্যেই ঈশানের সঙ্গে আলাদাভাবে কথা বলতে দেখা যায় রোহিতকে ৷ তাঁর অঙ্গভঙ্গিতেই স্পষ্ট ছিল যে, ঈশানের শট টাইমিং নিয়ে কথা বলছিলেন রোহিত ৷
অন্যদিকে, বিরাট কোহলির রান না পাওয়ার সমস্যা ক্রমশ দীর্ঘায়িত হচ্ছে ৷ যা এ বার স্বাভাবিকভাবেই টিম ম্যানেজমেন্টকে ভাবাচ্ছে ৷ কারণ, কোহলির মতো একজন বড় ক্রিকেটারের তিন নম্বরে রান না পাওয়া গোটা দলের কাছে বড় চাপের ৷ প্রকাশ্যে বা দলের মধ্যে এ নিয়ে কেউ কিছু না বললেও, কোহলির চোখ-মুখে সেই চাপ স্পষ্ট হয়ে উঠছে ৷ কারণ, যে কোহলি সিঙ্গল-ডবল নিয়ে একশোর উপরে স্ট্রাইক রেখে রান করতে পারেন ৷ সেই তিনিই কিনা ক্রিজ ছেড়ে বেরিয়ে বড় শট খেলছেন ৷ তাও তাঁর ইনিংসের শুরুতে ৷ প্রথমবার সফল হলেও, দ্বিতীয়বার একই জিনিস করতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ আউট হন কোহলি ৷