কলম্বো, 17 সেপ্টেম্বর:বিশ্বকাপের আগে এশিয়া কাপ ঘরে তুলে আত্মবিশ্বাসে খানিক শান দিতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া ৷সুপার-ফোরের ভুলচুক শুধরে ঘরের মাঠে সুবিধে কাজে লাগিয়ে বাজিমাত করতে মরিয়া দ্বীপরাষ্ট্রও ৷ মেগা ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিল শ্রীলঙ্কা ৷ ফিল্ডিং করবে ‘মেন ইন ব্লু’ ৷
ফেভারিটের তকমা সত্ত্বেও ফাইনালে আগে ভারতীয় দলের উদ্বেগ বাড়িয়েছে চোট-আঘাত ৷ সুপার-ফোরের শেষ ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে ফাইনালে নেই অক্ষর প্যাটেল ৷ পরিবর্তে দলে এসেছেন ওয়াশিংটন সুন্দর ৷ ভারতের বিরুদ্ধে চোটের কারণে দলের সেরা স্পিনার মহীশ থিকশানাকে পাচ্ছে না দাসুন শানাকার দল ৷ সেই সুযোগ কাজে লাগাতে মরিয়া ভারতীয় দল ৷
আরও পড়ুন: আত্মবিশ্বাসী হয়ে বিশ্বকাপে নামতে এশিয়া কাপ জিততে চান শুভমন
ভারতের একাদশ:রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটরক্ষক), ঈষাণ কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা
শ্রীলঙ্কা একাদশ: কুশল পেরেরা, পথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েললাগে, দুশান হেমন্ত, মাথিতেশা রাজিশা, কাসুন রাজিথা
বাংলাদেশের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে বিশ্রামে ছিলেন নিয়মিত দলের পাঁচ সদস্য ৷ শুভমন গিলের শতরান সত্ত্বেও বাংলাদেশি স্পিনারদের বিরুদ্ধে নড়বড়ে দেখিয়েছে দলের ব্যাটিং লাইন-আপকে ৷ কোহলির প্রত্যাবর্তন ব্যাটিং ইউনিটের শক্তি বাড়াবে ৷ জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদবের প্রত্যাবর্তনে শক্তি বাড়াচ্ছে দলের বোলিং ইউনিটও ৷
পাঁচ বছর আগে শেষবার দুবাইয়ে বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ ঘরে তুলেছিল রোহিতের ভারত ৷ যে কোনও ফরম্যাটে টিম ইন্ডিয়ার জেতা শেষ ট্রফি সেটিই ৷ এরপর 2019 বিশ্বকাপ এবং 2022 টি-20 বিশ্বকাপের শেষ চার থেকে বিদায় নিয়েছিল 'মেন ইন ব্লু' ৷ সঙ্গে টানা দু'বার টেস্ট বিশ্বচ্যাম্পিয়নে তীরে গিয়ে ডুবেছে তরী ৷ ফলে ট্রফি খরা কাটিয়ে বিশ্বকাপ শুরুর আগে মনোবল বাড়িয়ে নেওয়ার সহজ সুযোগ ভারতের সামনে ৷
আরও পড়ুন: পাঁচ বছরের ট্রফি খরা কাটাতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া