পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

India win Asia Cup 2023: সিরাজের লঙ্কাকাণ্ড! হায়দরাবাদির হুংকারে এশিয়া সেরা ভারত

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2023, 1:47 PM IST

Updated : Sep 17, 2023, 6:12 PM IST

18:05 September 17

কলম্বোয় এশিয়া কাপের ফাইনালে ফেভারিট হিসেবেই নেমেছিল ‘টিম ইন্ডিয়া’ ৷ ট্রফি খরা কাটিয়ে বিশ্বকাপ শুরুর আগে মনোবল বাড়িয়ে নেওয়ার সহজ সুযোগ ছিল ভারতের সামনে ৷ তাই হল ৷ একপেশে ম্যাচে এশিয়া সেরা ভারত ৷

  • সৌজন্যে সিরাজ! 5 বছরের ট্রফি খরা কাটিয়ে এশিয়া সেরা ভারত ৷

17:44 September 17

  • ব্যাট করতে নামল ভারত ৷ ওপেন করছেন শুভমন গিল ও ঈশান কিষাণ ৷

17:15 September 17

  • ম্যাচ জিততে ভারতের দরকার 51 রান ৷

17:09 September 17

  • 50 রানেই অল-আউট শ্রীলঙ্কা ৷

17:08 September 17

  • 50 রানে নবম উইকেট হারাল শ্রীলঙ্কা ৷ প্রমোদ মাদুশানকে তুলে নিলেন হার্দিক ৷

16:52 September 17

  • ফের উইকেট হারাল শ্রীলঙ্কা ৷ দুনিথ ওয়েললাগেকে ফেরালেন হার্দিক পান্ডিয়া ৷

16:43 September 17

  • মাখনে ছুরি চালাচ্ছেন মহম্মদ সিরাজ ৷ দুরন্ত বলে ফিরিয়ে দিলেন কুশল মেন্ডিসকে ৷

16:29 September 17

  • ম্যাচের ষষ্ঠ ওভারেই পাঁচ উইকেট তুলে নিয়েছেন মহম্মদ সিরাজ । ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেটে এটাই কি এখন পর্যন্ত দ্রুততম 5 উইকেট ? ক্রিক ইনফো জানাচ্ছে, 2003 বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে 16 বলে 5 উইকেটে রেকর্ড গড়েছিলেন চামিন্দা ভাস ৷ তা ছুঁয়েছেন সিরাজ ৷

16:15 September 17

  • আবার উইকেট ৷ আবার সিরাজ ৷ সাজঘরে দাসুন শানাকা ৷

16:12 September 17

  • দ্বীপরাষ্ট্রে দাদাগিরি দেখাচ্ছেন মহম্মদ সিরাজ ৷ এক ওভারে 4 উইকেট তুলে নিলেন দলের বোলিং ভরসা ৷ ফেরালেন সাদিরা সামারাবিক্রমা, পাথুম নিশাঙ্কা, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয় ডি সিলভাকে ৷

16:04 September 17

  • আবার উইকেট ৷ সাজঘরে ফিরলেন দ্বীপরাষ্টের 5 নম্বর ব্যাটার ৷ ধনঞ্জয় ডি সিলভাকে ফেরালেন সিরাজ ৷

16:03 September 17

  • ফের উইকেট হারাল শ্রীলঙ্কা ৷ চরিথ আসালাঙ্কাকে ফেরালেন মহম্মদ সিরাজ ৷ 2 ওভারে এক রানও খরচ না-করে 3 উইকেট তুলে নিলেন হায়দরাবাদি পেসার ৷

16:00 September 17

  • তৃতীয় আম্পায়ার জানিয়ে দিলেন ফিরতে হবে সাদিরা সামারাবিক্রমাকে ৷ 8 রানের মাথায় তৃতীয় উইকেট হারাল শ্রীলঙ্কা ৷

15:59 September 17

  • এবার সাজঘরের পথে সাদিরা সামারাবিক্রমা ? আম্পায়ার এলবিডব্লিউ দিলেও রিভিউ নিয়েছে শ্রীলঙ্কা ৷

15:56 September 17

  • ফের উইকেট পেল ভারত ৷ পাথুম নিশাঙ্কাকে ফেরালেন মহম্মদ সিরাজ ৷ পয়েন্টে দুরন্ত ক্যাচ জাদেজার ৷

15:44 September 17

  • প্রথম ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর 1 উইকেটে 7 রান ৷

15:43 September 17

  • প্রথম ওভারের তৃতীয় বলেই উইকেট তুলে নিলেন জসপ্রীত বুমরা ৷ কুশল পেরেরাকে দস্তানাবন্দি করে ফেরার রাস্তা দেখালেন কেএল রাহুল ৷

15:40 September 17

  • বৃষ্টির চোখরাঙানি উপেক্ষা করে কলম্বোয় শুরু হল ফাইনাল ৷

15:29 September 17

  • বৃষ্টির জন্য পিছিয়ে গেল ম্যাচ ৷ আউটফিল্ডের কিছু অংশ ভেজা রয়েছে ৷ পিচ পরীক্ষার পর ম্যাচ আম্পায়ার জানিয়ে দিলেন, বিকেল 3.40-এ শুরু হবে খেলা ৷

15:09 September 17

  • টস হয়ে গেলেও নির্ধারিত সময়ে শুরু হল না খেলা ৷ বৃষ্টির ফলে এখনও ঢাকা কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের আউটফিল্ড ৷

15:05 September 17

কলম্বোয় এশিয়া কাপের ফাইনালে ফেভারিট হিসেবেই নামছে টিম ইন্ডিয়া ৷ ট্রফি খরা কাটিয়ে বিশ্বকাপ শুরুর আগে মনোবল বাড়িয়ে নেওয়ার সহজ সুযোগ ভারতের সামনে ৷

  • এশিয়া কাপের ফাইনালে এখনও পর্যন্ত 8 বার মুখোমুখি হয়েছে ভারত-শ্রীলঙ্কা ৷ 5 বার জিতেছে ‘মেন ইন ব্লু’ ৷ 3 বার এশিয়া কাপ গিয়েছে দ্বীপরাষ্ট্রে ৷
  • টুর্নামেন্টে 7 বার শেষ হাসি হেসেছে ভারত ৷ শ্রীলঙ্কায় ট্রফি গিয়েছে 6 বার ৷

14:45 September 17

  • ভারতের বিরুদ্ধে চোটের কারণে দলের সেরা স্পিনার মহীশ থিকশানাকে পাচ্ছে না দাসুন শানাকার দল ৷ সেই সুযোগ কাজে লাগাতে মরিয়া ভারতীয় দল ৷

14:45 September 17

শ্রীলঙ্কা একাদশ: কুশল পেরেরা, পথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েললাগে, দুশান হেমন্ত, মাথিশা পাথিরানা, প্রমোদ মাদুশান

14:43 September 17

  • সুপার-ফোরের শেষ ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে ফাইনালে নেই অক্ষর প্যাটেল ৷ পরিবর্তে দলে এসেছেন ওয়াশিংটন সুন্দর ৷

14:42 September 17

ভারতের একাদশ:রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটরক্ষক), ঈষাণ কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ

14:39 September 17

  • মেগা ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিল শ্রীলঙ্কা ৷ মেগা ম্যাচে বল করছে ‘মেন ইন ব্লু’ ৷

14:17 September 17

13 বছর পর এশিয়া কাপ ফাইনালে একসঙ্গে রোহিত-বিরাট
  • 13 বছর পর এশিয়া কাপ (ওডিআই ফর্ম্যাট) ফাইনালে একসঙ্গে খেলবেন রোহিত শর্মা ও বিরাট কোহলি ৷ মাঝে 2016 এশিয়া কাপে দুই তারকা একসঙ্গে খেললেও তা ছিল টি-20 ফর্ম্যাট ৷ 2018 এশিয়া কাপ ওডিআই ফর্ম্যাটে হলেও টুর্নামেন্টে ছিলেন না কোহলি ৷

13:36 September 17

  • পাঁচ বছর আগে শেষবার দুবাইয়ে বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ ঘরে তুলেছিল রোহিতের ভারত ৷ যে কোনও ফরম্যাটে টিম ইন্ডিয়ার জেতা শেষ ট্রফি সেটিই ৷ এরপর 2019 বিশ্বকাপ এবং 2022 টি-20 বিশ্বকাপের শেষ চার থেকে বিদায় নিয়েছিল 'মেন ইন ব্লু' ৷ সঙ্গে টানা দু'বার টেস্ট বিশ্বচ্যাম্পিয়নে তীরে গিয়ে ডুবেছে তরী ৷

13:30 September 17

  • গত এক দশক ধরে আইসিসি'র ফ্ল্যাগশিপ ইভেন্টে ট্রফি না-জেতার আক্ষেপ তো রয়েইছে ৷ হতাশা বাড়িয়েছে গত পাঁচ বছরে ভারতের ক্যাবিনেটে কোনও ট্রফি আসেনি ৷
Last Updated : Sep 17, 2023, 6:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details