পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: বিশ্বকাপে শীর্ষস্থানের লড়াইয়ে টস জিতে ব্যাটিং রোহিত শর্মার - রোহিত শর্মা

India vs South Africa in ICC Cricket World Cup: আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ৷ টুর্নামেন্টের এখনও পর্যন্ত সবচেয়ে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে আজ ইডেন গার্ডেন্সে খেলবে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি ৷

Image Courtesy: Twitter/X
Image Courtesy: Twitter/X

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2023, 1:35 PM IST

Updated : Nov 5, 2023, 1:51 PM IST

কলকাতা, 5 নভেম্বর: চলতি বিশ্বকাপের অন্যতম সেরা দ্বৈরথের জন্য প্রস্তুত ইডেন গার্ডেন্স ৷ একদিকে পয়েন্ট তালিকায় একনম্বরে থাকা ভারত ৷ আর তার বিপক্ষে দু’নম্বরে অবস্থান করা দক্ষিণ আফ্রিকা ৷ দুই দলের ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং এই বিশ্বকাপের সবচেয়ে দর্শনীয় বিষয় হয়ে উঠেছে ৷ আজকের সেরা দুই দলের দ্বৈরথ ঠিক করে দেবে, কারা একনম্বরে থেকে সেমিফাইনাল খেলতে যাবে ৷ আর এই একনম্বরের লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারত অধিনায়ক রোহিত শর্মার ৷

ভারতীয় দলে কোনও বদল নেই ৷ পূর্বানুমান মতো উনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামছে ভারত ৷ জন্মদিনে বিরাট কোহলির 49 তম সেঞ্চুরির পাশাপাশি, ঘরের মাঠে মহম্মদ শামির হাওয়ায় স্টম্প ওড়ানো বোলিংয়ের প্রত্যাশায় কলকাতার দর্শকরা ৷ অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা শিবিরে একটি ট্যাকটিক্যাল বদল করা হয়েছে ৷ জেরালড করটজির জায়গায় প্রোটিয়াদের প্রথম একাদশে এসেছেন বাঁ-হাতি রিস্ট স্পিনার তাবরেজ শামসি ৷

গত একসপ্তাহে রাতের ইডেনে শিশির দেখা গিয়েছে ৷ সেখানে ভারতীয় বোলাররা কীভাবে পরিকল্পনা করবেন দ্বিতীয় ইনিংসে, সেটাই দেখার ৷ যদিও, গত দুই ম্যাচে শিশির সত্ত্বেও প্রতিপক্ষকে ধ্বংস করেছে ভারতীয় পেস বোলিং ৷ তাই ইডেনের শিশির বুমরা-শামি-সিরাজদের আগুনে বোলিংকে থামাতে পারবে না বলেই মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন:কিং এখন কলকাতায়, আরও ঝলসে উঠুক 'বিরাট ব্যাট'; শুভ জন্মদিন কোহলি

ইডেন গার্ডেন্স ভারতের ম্যাচ মানেই এক আলাদা আবেগ ৷ তার উপর সেই দলে বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো প্লেয়ার থাকার অর্থ তা বাড়তি পাওনা ৷ কারণ, কলকাতার এই মাঠ তাঁদের কখনও খালি হাতে ফেরায়নি ৷ বিরাট কোহলির প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি এই মাঠে ৷ আবার ওয়ান-ডে ক্রিকেটে 264 রানের ইনিংস এই ইডেনেই খেলেছিলেন রোহিত ৷ এমনকি অভিষেক টেস্টে এই ইডেনেই 176 রানের ইনিংস খেলেছেন রোহিত ৷

আরও পড়ুন:শামির 'হাফ সেঞ্চুরি' দেখতে চায় ইডেনের জনতা

তবে, এই টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকা একেবার অন্যরকম দল ৷ এখনও পর্যন্ত দু’টি ম্যাচ বাদ দিলে, সবক্ষেত্রে প্রথম ব্যাট করে স্কোর বোর্ডে তিনশো বা সাড়ে তিনশোর বেশি রান তুলছে তারা ৷ তবে, সব জায়গাতেই পিচ থেকে বাউন্সের সাহায্য পেয়েছে প্রোটিয়ারা ৷ কিন্তু, ইডেনের কালো মাটির পিচে বাউন্স অতটা পাবে না তেম্বা বাভুমার দল ৷ ফলে ঘরের পরিবেশ ও সমর্থকদের সামনে এই ম্যাচে ভারতীয় দলের অ্যাডভান্টেজ বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷

Last Updated : Nov 5, 2023, 1:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details