পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: ভারতীয় স্পিনের মায়াজাল থেকে বাঁচতে ইডেনে বিশেষ ব্যাটিং অনুশীলন প্রোটিয়াদের - India vs South Africa match preview

ইডেনে রবিবার ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা ৷ ক্রিকেটের স্বর্গোদ্যানে মুখোমুখি চলতি বিশ্বকাপের সেরা দুই দল ৷ তার আগে ভারতের স্পিন আক্রমণ নিয়ে ভাবিত দক্ষিণ আফ্রিকা ৷ ম্যাচের আগেরদিন ক্রিকেটের নন্দনকাননে তাই বিশেষ ব্যাটিং অনুশীলন প্রোটিয়াদের ৷

ICC World Cup 202
ইডেনে বিশেষ ব্যাটিং অনুশীলন প্রোটিয়াদের

By ETV Bharat Bangla Team

Published : Nov 4, 2023, 6:41 PM IST

কলকাতা, 4 নভেম্বর: ব্যাট হাতে রান নেই মোটেই ৷ তাই দল স্বপ্নের ফর্মে থাকলেও দক্ষিণ আফ্রিকা অধিনায়ক তেম্বা বাভুমা যে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, তা বলা যাবে না ৷ ক্যাপ্টেনের ব্যাটে রানের যা আকাল, তাতে রবিবার ক্রিকেটের নন্দনকাননে ভারতের আগুনে বোলিং সামলে বাভুমা যে দলের ব্যাটিংয়ে নেতৃত্ব দেবেন, তা বিশ্বকাপ কভার করতে আসা সে দেশের মিডিয়াকুলও বিশ্বাস করতে রাজি নয়। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে শনিবার স্বাভাবিকভাবেই ধেয়ে এল বাউন্সার ৷ সেই প্রশ্নবাণে কখনও ডাক করলেন, আবার কখনও সিঙ্গল নিয়ে নন-স্ট্রাইকার এন্ডে গিয়ে বাঁচলেন ডি'ককদের সেনাপতি।

ফর্মের বিচারে চলতি বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি হতে চলেছে রবিবার ৷ তবে ভারতীয় বোলার এবং ব্যাটারদের আগুনে ফর্মের সামনে প্রোটিয়াদের জয় ছিনিয়ে নেওয়া যে কতটা চ্যালেঞ্জিং হতে চলেছে, সেটা না-বললেও চলে। মাঠে নীল জার্সি পরিহিত এগারো জনের পাশাপাশি গ্যালারিতে সাতষট্টি হাজার 'টুয়েলভ ম্যান'-এর গর্জন ৷ সবমিলিয়ে দক্ষিণ আফ্রিকার জন্য কঠিনতম মেন্যু সাজিয়ে রাখছে ইডেনে। দুয়ারে কড়া নাড়ছে দিওয়ালি। সবচেয়ে আকর্ষক উপহার কি হতে পারে তা বলার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। টিকিটের কালোবাজারির মধ্যে ইডেনের পিচ নিয়ে সাংবাদিক সম্মেলনে সেভাবে কোনও পূর্বাভাস দিলেন না প্রোটিয়া দলনায়ক। পিচ দেখার পরেই পরিস্থিতি বিচার করে নীল নকশা সাজাতে চাইছে তাঁরা। তবে লিগ টপারদের বিরুদ্ধে দুই স্পিনারে নামার ইঙ্গিত দিয়ে গেলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ।

আর টপ ফর্মে থাকা প্রোটিয়াদের ব্যাটিং অনুশীলনের কথা যদি বলা যায়, তবে শনিবার দুপুরে প্রোটিয়া ব্যাটাররা বেশি সময় ব্যয় করলেন রিভার্স সুইপ এবং ডিফেন্স করতে। অধিনায়ক বাভুমাও অন্যথা নন। চলতি বিশ্বকাপে চারটি শতরানের মালিক ডি'কক যদিও দ্রুত অনুশীলন সেরে উঠে যান। হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, ভ্যান ডার ডুসেন সকলেই নেটে রিভার্স সুইপে জোর দিলেন। বড় মঞ্চে প্রোটিয়ারা ধারাবাহিক ভালো খেলেও প্রয়োজনীয় সময়ে ব্যর্থ হয়। গ্রুপ পর্বের কঠিনতম প্রতিপক্ষকে সামলানোর প্রশ্নে এদিন বাভুমার সামনে চোক করার প্রসঙ্গ চলে আসে অযাচিতভাবে।

প্রোটিয়া অধিনায়ক বাভুমা বলেন, "চোক করার বিষয়টি নিয়ে কীভাবে উত্তর দেব তা আমার জানা নেই। বিশ্বকাপে আমরা এখনও চোক করিনি। মসৃণভাবে দল এগিয়ে চলেছে। রবিবার যে দু'টো দল পরস্পরের মুখোমুখি হচ্ছে তারা টুর্নামেন্টের সেরা দল। আমার মনে হয় না ভারতকে নিয়ে আপনারা একই কথা বলবেন। তবে ওরা যদি হেরে যায় তাহলে কি চোকার্স তকমা দেবেন ৷" সবমিলিয়ে 'চোকার্স' শব্দটা যে আপাতত দক্ষিণ আফ্রিকার সাজঘরে অবলুপ্ত সেটা মনে করিয়ে দিলেন বাভুমা।

আরও পড়ুন:হার্দিকের অনুপস্থিতিতে অবশিষ্ট বিশ্বকাপে রোহিতের ডেপুটি রাহুল

ভারতীয় পেসারদের ত্রিমূর্তি বুমরা, সিরাজ এবং শামি ব্যাটারদের কাছে দুঃস্বপ্ন। মিডল ওভারে কুলদীপ, জাদেজারা কাজ সহজ করে দিচ্ছেন। বিষয়টি দৃষ্টি এড়ায়নি দক্ষিণ আফ্রিকার থিঙ্ক ট্যাঙ্কের। বাভুমা বলছেন, "মিডল ওভারে কুলদীপ যাদব দারুন বল করছে। তাঁকে যোগ্য সঙ্গত করছেন রবীন্দ্র জাদেজা। তবে আমরা গত দুবছর ধরে স্পিনারদের বিরুদ্ধে ভালো খেলছি। পরিস্থিতি অনুযায়ী আমরা নিজেদের প্রয়োগ করতে চাই। আমাদের কাছে এই সমগ্র পরিবেশটাই চ্যালেঞ্জিং। বুমরা, সিরাজ, শামি নতুন বলে যে কোনও প্রতিপক্ষকে শুইয়ে দিতে পারে। তাই সতর্ক থাকতে হবে।"

ABOUT THE AUTHOR

...view details