পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

92 বছরের রেকর্ড ভেঙে ক্ষুদ্রতম টেস্টের তকমা পেল কেপটাউনের ইন্দো-প্রোটিয়া লড়াই

1932 সালে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচে খেলা হয়েছিল 656 বল । ন'দশক পর 14 বল কম খেলেই শেষ হয়ে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা কেপটাউন টেস্ট ।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2024, 5:44 PM IST

Updated : Jan 4, 2024, 9:38 PM IST

কেপটাউন, 4 জানুয়ারি: মাত্র দেড়দিনেই গুটিয়ে গিয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট । মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরার পরাক্রমে একাধিক রেকর্ড গড়ে সেঞ্চুরিয়নের লজ্জায় প্রলেপ দিয়েছে 'টিম ইন্ডিয়া' । ক্রিকেটে কুলীন ফর্ম্যাটের ইতিহাস বলছে, এটিই ক্ষুদ্রতম টেস্ট । দ্বিতীয় দিনের শুরুতেই ম্যাচ শেষ হয়ে গিয়েছে ।

পঞ্চম সেশনের শুরুতেই বাজিমাত করেছে 'রোহিত শর্মা অ্যান্ড কোং' । ক্রিকেটের ইতিহাস বই বলছে, এর আগে 1932 সালে অস্ট্রেলিয়া হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে । ওই ম্যাচে 656 বল খেলা হয়েছিল । 92 বছর পর সেই দক্ষিণ আফ্রিকাকেই হারাল ভারত । গোটা ম্যাচে খেলা হল মাত্র 642টি বল ।

শুধু তাই নয়, কেপটাউনে প্রথমবার টেস্ট জিতেছে ভারতীয় দল । একযুগ পর দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ ড্র করেছে ভারতীয় দল । সেঞ্চুরিয়ন টেস্টে ইনিংস ও 32 রানে লজ্জার হারের সামনে পড়তে হয়েছিল রোহিত-বিরাটদের । গতকালও ভারতের শেষ ছ'উইকেট ফেলতে মাত্র 11 বল খরচ করেছিল প্রোটিয়ারা ।

দ্বিতীয়দিনে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল মাত্র 79 রান ৷ যা প্রোটিয়াদের জয়ের জন্য একেবারেই যথেষ্ট ছিল না ৷ 61 রানে 6 উইকেট নেন বুমরা ৷ 2টি উইকেট যায় মুকেশ কুমারের ঝুলিতে ৷ রান তাড়া করতে নেমে বিপক্ষ বোলারদের আক্রমণের রাস্তায় হাঁটেন দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মা ৷ যদিও তিনটি উইকেট হারাতে হয় ভারতকে ৷ শেষ পর্যন্ত 12 ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় লক্ষ্যমাত্রা হাসিল করে নেয় তারা ৷ 28 রানে আউট হন জয়সওয়াল ৷ 16 রানে অপরাজিত থাকেন অধিনায়ক রোহিত ৷

আরও পড়ুন:

  1. কেপটাউনে জিতে ম্যান্ডেলার দেশে এক যুগ পর টেস্ট সিরিজ ড্র ভারতের
  2. 92 বছরের রেকর্ড ভেঙে ক্ষুদ্রতম টেস্টের তকমা পেল কেপটাউনের ইন্দো-প্রোটিয়া লড়াই
  3. রেনবো নেশনে সিরাজদের ইতিহাস! ভারতের বিরুদ্ধে সর্বনিম্ন স্কোর দক্ষিণ আফ্রিকার
Last Updated : Jan 4, 2024, 9:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details