বিশাখাপত্তনম, 14 জুন: প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ বাঁচাতে আজ বিশাখাপত্তনমে তৃতীয় টি-20 খেলতে নামবেন ঋষভ পন্থরা (Do or Die Match for Rishabh Pant Led Team) ৷ দিল্লি ও কটকে হারের পর আজকের ম্যাচে ভারতের ব্যাটিং-বোলিং দুই বিভাগের উপরেই তাকিয়ে রয়েছে সবাই ৷ প্রথম ম্যাচে ভারতের ব্যাটিং বিভাগ দারুণ ছন্দ দেখালেও, দ্বিতীয় টি-20-তে দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে মাথা তুলতে পারেননি ঈশান কিষান, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থের মতো টি-20 বিশেষজ্ঞ ব্যাটাররা ৷ এমনকী, কটকের মন্থর ও লো-বাউন্সের উইকেটে ভুবনেশ্বর-হর্ষল-আবেশ, তিন পেসার ছাড়া স্পিনাররা কেউ সফল হননি (India vs South Africa 3rd T20 Preview) ৷
ঘরের মাঠে সাম্প্রতিককালের সবচেয়ে খারাপ পারফর্ম্যান্স ভারতীয় দলের ৷ পরিস্থিতি এতটাই খারাপ যে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তরুণ ভারতীয় দলকে সিরিজ বাঁচাতে আজকের ম্যাচ জিততেই হবে ৷ কিন্তু, প্রতিপক্ষের রাবাডা, এনিরক নখিয়া, ওয়েন পার্নেল, প্রিটোরিয়াসদের সামলাতে হিমশিম খেতে হচ্ছে বিশ্বের অন্যতম সেরা টি-20 ব্যাটারদের ৷ এই পরিস্থিতিতে কোচ রাহুল দ্রাবিড় এবং টিম ম্যানেজমেন্ট তৃতীয় টি-20-তে প্রথম একাদশে রদবদল করতে পারেন বলে মনে করা হচ্ছে ৷ আজকের ম্যাচে ব্যাটিংকে মজবুত করতে দীপক হুডাকে খেলানো হতে পারে ৷