কেপটাউন, 23 জানুয়ারি : টেস্টের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজও হাতছাড়া হয়েছে ভারতের ৷ পার্লের মাঠে 2-0 সিরিজ হেরে আজ কেপটাউনে তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচ খেলতে নামবেন কেএল রাহুলরা (SA vs IND 3rd ODI) ৷ যে ম্যাচে নিজেদের ভুল ত্রুটিগুলি শোধরাতে চাইবেন কোচ রাহুল দ্রাবিড় ৷ বিশেষ করে ভারতীয় বোলিং বিভাগের ৷
গত একবছরে সীমিত ওভারের ক্রিকেটে ভারতের বোলিং বিভাগ বারবার ব্যর্থ হয়েছে ৷ সঠিক সময়ে উইকেট তুলতে না পারার রোগ ভারতকে বহু ম্যাচে হারিয়েছে ৷ যা নিয়ে প্রশ্নও উঠেছে অনেক ৷ যে প্রশ্নের সমাধান কোচ রাহুল দ্রাবিড়ের জমানাতেও অমিল ৷ যার ফলে এ বার দক্ষিণ আফ্রিকাতেও সিরিজ খোয়াতে হয়েছে ৷ আজ কেপ টাউনে তাই ভারতীয় বোলারদের সবচেয়ে বড় পরীক্ষা (Testing Time for Indian Bowling Department) ৷
পার্লের শুকনো পিচে দুই স্পিনারে নেমেছিল ভারত ৷ কিন্তু, কেপটাউনের গতিতে ভরা বাউন্সি পিচে তা হবে না বলেই মনে করা হচ্ছে ৷ ফলে ভারতীয় দলে কামব্যাক করা অশ্বিন এবং চাহাল দু’জনের মধ্যে একজনকে বসতে হতে পারে ৷ সেখানে একজন মিডিয়াম পেসার প্রথম একাদশে ঢুকবেন ৷ সেক্ষেত্রে দীপক চাহারের খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি ৷ এ ছাড়াও নভদীপ সাইনি, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণার মতো তরুণরা সুযোগের অপেক্ষায় রয়েছেন ৷
আরও পড়ুন : WI tour of India : জল্পনায় সিলমোহর, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-20 সিরিজ আয়োজনের দায়িত্ব পেল ইডেন
ভারতীয় ব্যাটিংয়ের মিডল অর্ডার এখনও বড় চিন্তার বিষয় ৷ টপ অর্ডারের ব্যাটাররা পালা করে রান করছেন ৷ ছন্দে রয়েছেন শিখর ধাওয়ান, লোকেশ রাহুল এবং বিরাট কোহলি ৷ 4 নম্বরে নেমে গত ম্যাচে রান করেছেন উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ ৷ কিন্তু, টেস্টে অভিষেকের পর সীমিত ওভারের ক্রিকেটে কামব্যাক করা শ্রেয়স পরপর দু’ম্যাচ ব্যর্থ ৷ এমনকি তরুণ ভেঙ্কটেশ আইয়ার গত ম্যাচে সেট হওয়ার পরেও লেগ স্টাম্পের বাইরের বলে স্টাম্পড হন ৷ ফলে এই দু’জনের মধ্যে একজনকে হয়তো আজ ডাগ আউটে বসতে হতে পারে ৷ সেক্ষেত্রে সূর্য কুমার যাদব অথবা ঈশান কিষান সুযোগ পেতে পারেন ৷
আরও পড়ুন : IND vs SA Second ODI : টেস্টের পর ম্যান্ডেলার দেশে ওয়ান ডে সিরিজেও হার টিম ইন্ডিয়ার
কিন্তু, যে পার্লের শুকনো পিচে দুই ম্যাচেই প্রোটিয়াস স্পিনাররা সফল হলেন ৷ সেখানে অভিজ্ঞ ভারতীয় স্পিন বিভাগের ব্যর্থতা বড্ড বেশি চোখে পড়েছে সমালোচকদের ৷ বিশেষ করে রবিচন্দ্রন অশ্বিনের বোলিং ৷ ফলে সীমিত ওভারে অশ্বিনের দরজা ফের একবার বন্ধ হয়ে গেলে অবাক হওয়ার থাকবে না ৷ তবে, রিস্ট স্পিনার যুজবেন্দ্র চাহালকে এখনই বটম লাইনে রাখা হচ্ছে না ৷
তবে, আজকের ম্যাচের উপর অনেক কিছুই নির্ভর করবে ৷ যেখানে ভারতীয় দলের মিডল অর্ডার এবং বোলিং বিভাগের ফের একবার পরীক্ষা ৷ সফল হলে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দল বাছাইয়ে যেমন তার প্রভাব পড়বে ৷ তেমনি ব্যর্থ হলে আরও বড় প্রভাব পড়তে চলেছে ৷